Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: রবিবার সকালে ১ ঘণ্টাতেই ভূমিকম্প হল ৪ বার! টের পেলেন কি?

Earthquake: মান্ডির ভূমিকম্পের কিছুক্ষণ পরই মধ্য মায়ানমারের মেইকটিলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল মায়ানমারে, যেখানে কমপক্ষে ৩৬০০ জনের মৃত্য়ু হয়।

Earthquake: রবিবার সকালে ১ ঘণ্টাতেই ভূমিকম্প হল ৪ বার! টের পেলেন কি?
প্রতীকী চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 1:00 PM

নয়া দিল্লি: পরপর ভূমিকম্প। কাঁপল ভারত, মায়ানমার, তাজিকিস্তান। তাও আবার এক ঘণ্টার মধ্যেই। পরপর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। মধ্য এশিয়ায় যথেষ্ট ভয়ের আবহ। ভূমিকম্প হতেই বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়েন।

ভূপৃষ্ঠের নীচে যে প্লেটগুলি রয়েছে, তাতে সংঘর্ষের জেরেই ভূমিকম্প হচ্ছে।  জানা গিয়েছে, এ দিন প্রথম ভূমিকম্পটি ভারতেই হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডিতে সকাল ৯টা নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা তুলনামূলক কম হলেও, পার্বত্য এলাকা হওয়ায় এলাকাবাসীরা বেশ ভালই টের পেয়েছেন। বহু মানুষই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ভয়ে-আতঙ্কে। তবে স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

মান্ডির ভূমিকম্পের কিছুক্ষণ পরই মধ্য মায়ানমারের মেইকটিলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল মায়ানমারে, যেখানে কমপক্ষে ৩৬০০ জনের মৃত্য়ু হয়। এরপরে ঘনঘন আফটারশক হচ্ছিল মায়ানমারে। মার্চের শেষের ভূমিকম্পের পর এটাই সবথেকে জোরাল কম্পন ছিল। মান্দালয় ও নায়পিটাও- যা গত ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানেও আজকের কম্পন অনুভূত হয়।

সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তাজিকিস্তানে জোড়া ভূমিকম্প হয়। প্রথম কম্পন ছিল ৬.১ মাত্রার। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল।  সকাল থেকে টানা চারটি ভূমিকম্পের মধ্যে এটাই সবথেকে জোরাল ভূমিকম্প ছিল। এর আধ ঘণ্টা বাদে, ১০ টা ৩৬ মিনিট নাগাদ ফের একটি ভূমিকম্প হয়।