Explained: হবেন গাজ়ার রাজা? ট্রাম্পের শান্তি চুক্তিতেই লুকিয়ে আসল খেলা
Donald Trump Gaza Truce: অভ্য়ন্তরীণ সংঘাত, রাজনীতি, ক্ষমতা দখলের লড়াই ও সর্বোপরি ধর্মের লড়াই। যা আবার জিইয়ে রেখেছে অস্তিত্বের লড়াইকেও। সেই অস্তিত্বের খাতিরেই আবার বারংবার সংঘাত বেঁধেছে এই দুই দেশের মধ্যে। ১৯৯৪ সালে প্রথম গাজা স্ট্রিপের নিয়ন্ত্রণ পায় প্যালেস্তাইন প্রশাসক, পক্ষান্তরে হামাসরা। পরবর্তীতে সেই হামাসদের আধিপত্য় বৃদ্ধি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল ইজরায়েলের কাছেও।

নয়াদিল্লি: অক্টোবরে যুদ্ধ শুরু, অক্টোবরেই শেষ। মাঝে কেটে গিয়েছে দু’টো বছর। বদলেছে বিশ্ব রাজনীতির সমীকরণ। বদলেছে দুই দেশের রূপ। সংঘাত বলা হোক বা যুদ্ধ, মোটের উপর ইতিহাস সাক্ষী থেকেছে আরও এক ভয়াবহ অধ্যায়ের। ইজরায়েল-প্যালেস্তাইনের এই যুদ্ধ মনে রাখবে বিশ্ববাসী। তবে অতীত হিসাবে। সোমবার তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রাম্প বলে দিয়েছেন যুদ্ধ থেমে গিয়েছে। গাজা শান্তি চুক্তি মেনেই শুরু হয়ে গিয়েছে সংঘর্ষবিরতির কাজ। কিন্তু কোন শর্তে? আর সব সংঘাতগুলোর মতোই গাজ়ার যুদ্ধ থামাতে স্বাভাবিকভাবেই মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে শুক্রবার সম্মতি জানিয়েছে দুই পক্ষই। এক টুকরো ইতিহাস ইজরায়েল-প্যালেস্তাইনের অতীত মোটেই অল্প কয়েকটা পর্বের নয়। বরং এটা একটা উপন্যাস-সম। যার মধ্য়ে...
