Hamas-lashkar: বিপদঘণ্টি ভারতেও, পাকিস্তানে লস্করের অনুষ্ঠানে নাকি প্রধান অতিথি হামাস কম্যান্ডার!
India-Pakistan: অপারেশন সিঁদুরের পর হামাস জঙ্গি সংগঠনের তরফে লস্কর-ই-তৈবার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারা যে জঙ্গি নেটওয়ার্ককে বৃদ্ধি করার জন্য রীতিমতো জোট বাঁধছে, তা এই ছবিতেই পরিষ্কার হয়ে গেল। স্বাভাবিকভাবেই হামাস এবং লস্কর জোট বাঁধায় কিছুটা হলেও চিন্তার মেঘ ভারতের আকাশে।

ইসলামাবাদ: সব শত্রুরা মেলাচ্ছে হাত। চিন্তা বাড়ছে গোয়েন্দাদের। হামাস জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে জোট বেঁধে বড়সড় কোন পরিকল্পনা রয়েছে, তা আগেই প্রাথমিকভাবে মনে করেছিল গোয়েন্দা সংস্থাগুলি। এবার বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে গেল। লস্কর-ই-তৈবার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে হাজির হামাস জঙ্গি সংগঠনের অন্যতম প্রভাবশালী কম্যান্ডার নাজি জাহির!
পাকিস্তানের গুজরনওয়ালাতে লস্করের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হামাস কম্যান্ডার নাজি জাহির। শুধু ওই কম্যান্ডার উপস্থিতই থাকলেন না, আগামিদিনে বড়সড় কর্মসূচির ঘোষণাও করল।
হামাসের অন্যতম বড় শত্রু ইজরায়েল। ইজরায়েল আবার ভারতের বন্ধু। সেই বিষয়টিও এই কর্মসূচিতে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় ওই কম্যান্ডার।
অপারেশন সিঁদুরের পর হামাস জঙ্গি সংগঠনের তরফে লস্কর-ই-তৈবার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারা যে জঙ্গি নেটওয়ার্ককে বৃদ্ধি করার জন্য রীতিমতো জোট বাঁধছে, তা এই ছবিতেই পরিষ্কার হয়ে গেল। স্বাভাবিকভাবেই হামাস এবং লস্কর জোট বাঁধায় কিছুটা হলেও চিন্তার মেঘ ভারতের আকাশে। এই দুই জঙ্গি সংগঠন মিলে ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে।
প্রসঙ্গত, যে হামাস কম্যান্ডার লস্করের বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁর বিরুদ্ধে ১৫ জন ইজরায়েলি সেনাকে হত্যা করার অভিযোগ রয়েছে।
