
প্রতীক্ষায় হোয়াইট হাউস। আগামী ৪ বছর কে হবেন তার অধীশ্বর? ডোনাল্ড ট্রাম্প কি ফের ফিরে আসবেন? নাকি, আমেরিকার ইতিহাসে প্রথমবার মহিলা প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসবেন কমলা হ্যারিস। অপেক্ষার প্রহর ক্রমশ কমছে। ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তাকে ঘিরে উত্তেজনার পারদ যত বাড়ছে, তত নানা প্রশ্ন উঠছে। জল্পনা বাড়ছে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কোন দলকে কারা অনুদান দিল। কত অনুদান পেল ট্রাম্পের রিপাবলিকান পার্টি? কমলা হ্যারিসের ডেমোক্র্যাট পার্টি-ই বা কত অনুদান পেল? নির্বাচনী বন্ড নিয়ে কয়েকমাস আগে ভারতে হইচই শুরু হয়েছিল। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এ তো ভারতের কথা। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কিংবা দলগুলি কীভাবে টাকা সংগ্রহ করেন? একজন ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ কত ডলার অনুদান নেওয়া যায়? প্রার্থীর মুখ্য প্রচার কমিটিই সর্বোচ্চ কত ডলার অনুদান নিতে পারেন? ...