AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nobel Peace Prize: ‘ডাহা ফেল’ ট্রাম্প! ওবামারা কীভাবে পাশ করেছিলেন?

US Presidents won Nobel Peace prize: ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। সেই ইঙ্গিত দিয়েছেন নোবেল কমিটির চেয়ারম্যানই। তিনি বলেন, শান্তি পুরস্কারের জন্য কারও নাম আগামী বছরও বিবেচিত হতে পারে। ফলে পরের বছর ফের ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করা হলে, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ থামানোর দাবিগুলি বিবেচনা করা হতে পারে। তখন শিকে ছিঁড়তেও পারে মার্কিন প্রেসিডেন্টের। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Nobel Peace Prize: 'ডাহা ফেল' ট্রাম্প! ওবামারা কীভাবে পাশ করেছিলেন?
কী বলছে নিয়ম? Image Credit: TV9 Bangla
| Updated on: Oct 12, 2025 | 3:50 PM
Share

ওয়াশিংটন ও স্টকহোম: চলতি বছরের নোবেল পুরস্কারের কোন ক্যাটেগরি ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর বোধহয় সবারই জানা। আর তার নেপথ্যে একজনই। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির কারবারি, কূটনীতিক থেকে সাধারণ মানুষ, প্রায় সবার কৌতূহল ছিল নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে। এবছর পুরস্কার ঘোষণার আগে নোবেল শান্তি পুরস্কার কে পাবেন, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছিল। কারণ, নোবেল শান্তি পুরস্কার তাঁর পাওয়া উচিত বলে নিজেই দাবি করেন ট্রাম্প। তাঁর যুক্তি, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। শেষপর্যন্ত অবশ্য ট্রাম্পের ভাগ্যে শিকে ছেঁড়েনি। এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্প প্রশাসন এতে শান্তির চেয়ে রাজনীতি দেখছে। ট্রাম্প শান্তিতে নোবেল না পেলেও এর আগে আমেরিকার চার প্রাক্তন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন। কোনও যুক্তিতে তাঁদের শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল? কী করেছিলেন তাঁরা? একনজরে দেখে নেওয়া যাক। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন