India in UN On Rights of Women in Afghanistan : ‘আফগান নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ’, অধিকার রক্ষার পক্ষে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সওয়াল ভারতের

India in UN : আফগানিস্তানে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সওয়াল করল ভারত। জেনেভায় ভারতের স্থায়ী প্রতিনিধি UNAMA কে আফগানিস্তানের মহিলা, শিশু ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার আবেদনও জানিয়েছেন।

India in UN On Rights of Women in Afghanistan : 'আফগান নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ', অধিকার রক্ষার পক্ষে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সওয়াল ভারতের
ছবি সৌজন্যে : গুগল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 3:06 PM

জেনেভা : তালিবান ১.০ শাসনের নজির আমরা দেখেছি। তালিবাান ২.০ সেরকম হবে না সেই আশ্বাস দিয়েছিল তালিবান প্রশাসন। তবে যত দিন এগিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসনের নিষ্ঠুর ছবি ধরা পড়েছে। সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে নারী স্বাধীনতায়। বাড়ির পুরুষের সঙ্গে শুধুমাত্র বেরোনো যাবে। মহিলাদের সেখানে বোরখা পরতে হবে। এরকম একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানকার মহিলাদের দৈনন্দিন জীবনযাপনে। সুস্থ-স্বাভাবিক জীবনযাপন কেড়ে নেওয়া হয়েছে তাঁদের থেকে। এবার তালিবান প্রশাসনের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তানের মহিলাদের অধিকার রক্ষার পক্ষে সওয়াল করল ভারত।

জেনেভায় ভারতের স্থায়ী প্রতিনিধি পুনিত আগরওয়াল শুক্রবার বলেছেন, ‘আফগানিস্তানের এক সংলগ্ন ও দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে ওই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সরাসরি অংশীদারিত্ব রয়েছে।’ মানবাধিকার কমিশনের ৫০ তম অধিবেশনে একটি জরুরি আলোচনা চলাকালীন এই মন্তব্য করেন পুনিত আগরওয়াল। এই আলোচনার বিষয়বস্তু ছিল ‘আফগানিস্তানে মহিলা ও মেয়েদের মানবাধিকারের পরিস্থিতি’ (The Situation of Human Rights of Women and Girls in Afghanistan)। তিনি জানিয়েছেন যে, আফগানিস্তানের বাসিন্দাদের সঙ্গে শক্তিশালী ঐতিহাসিক সংযোগ রয়েছে ভারতের। সেই কারণে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে চিন্তিত ভারত। তিনি বলেছেন, ‘আমরা আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে চিন্তিত। এইসব কারণে আফগানিস্তানের মহিল ও মেয়েদের সুস্থ জীবনযাপনের উপর আঘাত আসছে। সম্প্রতি জনজীবন থেকে মহিলাদের সরিয়ে আনার বাড়তি প্রচেষ্টা দেখা গিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘সেখানকার মহিলা ও মেয়েদের অধিকার সুরক্ষিত করতে আমরা অন্য়দের সঙ্গে যোগ দিয়েছি। সেক্ষেত্রে তাঁদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা হবে। এবং দীর্ঘ দুই দশকের যুদ্ধে ফলাফল যাতে উলটে না যায় তাও নিশ্চিত করা হবে।’

পুনিত এদিন রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রসঙ্গও তুলে ধরেন। আফগানিস্তানে নারী স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদনও জানান। তিনি এদিন বলেন, ‘আমি ইউএনএএমএ (United Nations Assistance Mission in Afghanistan)-র কাছে আবেদন জানাচ্ছি যাতে আফগানিস্তানের মহিলা, শিশু ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা হয়।’ এর পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন পুনিত। তিনি বলেছেন যে, আফগানিস্তানের সত্যিকারের বন্ধু হিসেবে সমব্যথী ভারত। ইতিমধ্য়েই ভূমিকম্পের কবলে পড়া আফগানিস্তানের উদ্দেশে দুটি বিমানে করে ২৭ টন জরুরি ত্রাণ সাহায্য় পাঠিয়েছে ভারত।