Iran Hijab Row : হিজাব বিরোধী প্রতিবাদে মৃতের সংখ্যা বেড়ে ৫০, ‘অপ্রয়োজনীয় পদক্ষেপ’ থেকে বিরত থাকার আর্জি রাষ্ট্রসঙ্ঘের

Iran Hijab Row : সরকার বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত বেড়ে ৫০। এদিকে ক্রমশ প্রতিবাদের আগুন ইরানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে।

Iran Hijab Row : হিজাব বিরোধী প্রতিবাদে মৃতের সংখ্যা বেড়ে ৫০, 'অপ্রয়োজনীয় পদক্ষেপ' থেকে বিরত থাকার আর্জি রাষ্ট্রসঙ্ঘের
মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চুল কাটছেন মহিলা (ছবি সৌজন্যে : AFP)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 2:12 PM

তেহরান : বাতাসে উড়ছে হিজাব। আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেই কাপড়ের টুকরো। প্রকাশ্যে চুল কাটছেন মহিলারা। চুলের মুঠি ধরে নিজেরাই কেটে ফেলছেন চুল। তাঁদের সাহায্য়ার্থে এগিয়ে আসছেন পুরুষরাও। সেই চুল কাটার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছেন তাঁরা। মাহসা আমিনির নীতি পুলিশের হেফাজতে মৃত্য়ুর পর এইভাবে প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন তাঁরা। যে হিজাব ইরানে পরা বাধ্যতামূলক সেই হিজাব তাঁরা উড়িয়েছেন আকাশে। পুড়িয়েছেন আগুনে। জ্বলছে ইরান। বিক্ষোভ-প্রতিবাদে সামিল হয়েছেন ইরানের কাতারে কাতারে পুরুষ-নারী। প্রেসিডেন্টের ফরমানকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন তাঁরা। হিজার ছেড়ে স্বাধীনতার ডাক দিয়েছেন তাঁরা। আর এই চলতি প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে প্রকাশ্য়ে কোনও মন্তব্য না করায় বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় নেতা খামেনেইয়ের মূর্তিতে আগুন ধরিয়ে দেন। ইরানের পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে গোটা দেশেই এখন তা ছড়িয়ে পড়ছে। আর সরকার তা দমানোর জন্য নিজের স্বৈরাচারী রূপ প্রকাশ্যে এনেছে।

ইরানের পথে বিক্ষোভ প্রতিবাদ বন্ধ করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। কাঁদানে গ্য়াস ছুঁড়েছে, করেছে লাঠিচার্জও। পুলিশের এই পদক্ষেপে সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে ৫০ জনের প্রাণ গিয়েছে। অসলো ভিত্তিক ইরান মানবাধিকারের এনজিও জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের উত্তর গিলান প্রদেশের রেজ়ভাশাহর শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ জন মারা গিয়েছেন। এদিকে বিক্ষোভ সামাল দিতে ইরানের একাধিক জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা, হোয়াটসঅ্যাপ,ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে সরকার। এদিকে ফুঁসছে ইরান। বাড়ছে মৃতের সংখ্যা।

এই পরিস্থিতিতে সরকার বিরোধী প্রতিবাদীদের বিরু্দ্ধে অপ্রয়োজনীয় পদক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস।গুতেরাসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, তিনি এই পরিস্থিতি উত্তাল হওয়া থেকে সবাইকে সংযম থাকার আবেদন জানিয়েছেন। নিউ ইয়র্কের সাংবাদিকদের দুজারিক বলেছেন, ‘ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে অত্যধিক শক্তি প্রয়োগের ফলে একাধিক জনের মৃত্যু ও আহত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার জন্য কর্তৃপক্ষদের আহ্বান করছি।’

এদিকে ইরানের এই পরিস্থিতি প্রতিবাদীদের সমর্থনে সাহায্যের জন্য এগিয়ে এসেছে আমেরিকা। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) জানিয়েছে, ইরানে ইন্টারনেট স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে মার্কিন ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট সাহায্য় করছে। সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ‘আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যে তারা মত প্রকাশের স্বাধীনতা,শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতির অধিকারকে সম্মান করবে।’ এদিকে প্রতিবাদীদের সমর্থনে এগিয়ে এসেছেন টেসলা সিইও ইলন মাস্ক। শুক্রবার তিনি জানিয়েছেন ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার মধ্যেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করছেন তিনি। মার্কিন সরকারের উচ্চ পদস্থ আধিকারিক টুইটে জানিয়েছেন, ইরানের বাসিন্দাদের মধ্যে ইন্টারনেট স্বাধীনতা প্রতিষ্ঠা করতে এবং তথ্যের মুক্ত প্রবাহের জন্য আমেরিকার তরফে পদক্ষেপ করা হচ্ছে। মার্কিন সরকার শুক্রবার এই সম্পর্কিত নির্দেশিকাও জারি করেছে।