Iran-Israel Conflict Live Updates: লেবাননে লাগাতার এয়ারস্ট্রাইক ইজরায়েলের, নিহত হিজবুল্লা প্রধানের নামে ১০০ শিশুর নামকরণ
Iran-Israel Conflict Live Updates: সম্মুখ সমরে ইজরায়েল-ইরান। ইজরায়েলের উপরে প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। অন্যদিকে, ইজরায়েলও লেবাননে অভিযান চালাচ্ছে। এই মিসাইল হামলার চরম মূল্য চোকাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকাও।

এক বছর আগে যুদ্ধ বেঁধেছিল হামাস ইজরায়েলের। এক বছর পেরিয়ে সেই যুদ্ধ মোড় নিয়েছে অন্যদিকে। এখন সম্মুখ সমরে ইজরায়েল-ইরান। ইজরায়েলের উপরে প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। অন্যদিকে, ইজরায়েলও লেবাননে অভিযান চালাচ্ছে। এই মিসাইল হামলার চরম মূল্য চোকাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকাও। চিন্তায় রয়েছে ভারতও। ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে দাম বাড়তে পারে তেলের। এবার কোন মোড় নেবে যুদ্ধ, তাই-ই এখন দেখার। যুদ্ধের যাবতীয় আপডেট দেখে নিন সরাসরি-
LIVE NEWS & UPDATES
-
ব্রিটেনের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
অস্ট্রেলিয়ার পর ব্রিটেনও লেবাননে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল।
-
ইজরায়েলে ঢুকতে পারবেন না রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল
ইরান-ইজরায়েলের যুদ্ধ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সমালোচনা। তারপরই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গাতেরাসের উপরে নিষেধাজ্ঞা জারি করল ইজরায়েল।
-
-
অস্ট্রেলিয়ানদের লেবানন ছাড়ার নির্দেশ
প্রতি মুহূর্তে ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। অস্ট্রেলিয়ার তরফে লেবাননে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। প্রথম যে ফ্লাইট পাবেন, তাতেই দেশে ফিরতে বলা হয়েছে।
-
বেইরুটে এয়ারস্ট্রাইক
ইরানের মিসাইল হামলার পর লেবাননের রাজধানী বেইরুটে রাতভর এয়ারস্ট্রাইক ইজরায়েলের। এই হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
-
নাসরাল্লাহ-র নামে ১০০ শিশুর নামকরণ
ইজরায়েলের এয়ারস্ট্রাইকে নিহত হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ। তাঁর মৃত্যুর পর ইরানে ১০০ নবজাতকের নামকরণ করা হল নাসরাল্লাহের নামে।
-
-
ইরানের উপরে আরও নিষেধাজ্ঞা আমেরিকার
জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
-
ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করবে ইজরায়েল?
ইজরায়েল-ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তায় আমেরিকাও। গতকালই হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন বলেন, ইজরায়েলের ইরানের পরমাণু কেন্দ্র ও তেলের রিগে হামলা চালানোর পরিকল্পনার বিরোধিতা করছেন তিনি। তেল আভিভ-কে সঠিক আচরণ করা উচিত বলেই সতর্ক করেছেন।
-
ভারতীয়দের সতর্কবার্তা
যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হতেই ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে অ্যাডভাইসরি। সেফটি শেল্টারের কাছাকাছি থাকতে এবং বিনা প্রয়োজনে ভ্রমণ এড়াতে বলা হয়েছে।
-
ইরানকে মূল্য চোকাতে হবে: নেতানিয়াহু
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলা চালিয়ে মারাত্মক ভুল করল ইরান। এর মূল্য চোকাতে হবে তেহরানকে”।
-
ইজরায়েল-ইরানের যুদ্ধ শুরু
এতদিন ছায়াযুদ্ধ চললেও, এবার সম্মুখ সমরে ইরান-ইজরায়েল। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে হিজবুল্লা প্রধানের নিকেশের পরই যুদ্ধের আঁচ বেড়েছিল। বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মঙ্গলবার সেই আক্রমণই শুরু হয়। ইজরায়েল লক্ষ্য করে কমপক্ষে ১৮১টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরান।
Published On - Oct 03,2024 1:15 PM
