Israel-Hamas War: চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম, ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে দাম বাড়তে পারে আর কী কী পণ্যের?
Price Hike: ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধ ঘিরে কার্যত দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্ব। যুদ্ধে একদিকে হামাসের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, ইরান, মিশর, জর্ডন, আলজিরিয়া, ইয়েমেনের মতো একাধিক দেশ। উল্টোদিকে ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশ।
জেরুজালেম: ছয় দিন পার করল ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ। এখনও মুহূর্মুহূ মিসাইল বর্ষণ হয়ে চলেছে ইজরায়েলের উপরে। প্রত্যাঘাতে ইজরায়েলি সেনা যে হামলা চালাচ্ছে, তাতে বিধ্বস্ত গাজা। শুধু সংঘর্ষরত দুই দেশই নয়, এই যুদ্ধ ঘিরে তপ্ত গোটা পশ্চিম এশিয়াই। এই রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধ ঘিরে কার্যত দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্ব। যুদ্ধে একদিকে হামাসের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, ইরান, মিশর, জর্ডন, আলজিরিয়া, ইয়েমেনের মতো একাধিক দেশ। উল্টোদিকে ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশ। তবে যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তিত সমস্ত দেশই। কারণ এই যুদ্ধের প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে, তা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যেভাবে অপরিশোধিত তেলের দাম বেড়েছিল, ঠিক সেভাবেই ইজরায়েলে যুদ্ধ শুরু হতেও ফের চড়ছে তেলের দাম।
ইজরায়েল-হামাস যুদ্ধ বাণিজ্যে কতটা প্রভাব?
ইজরায়েল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী। বাণিজ্যিক দিক থেকে এশিয়ার মধ্য়ে ইজরায়েলের তৃতীয় বৃহত্তম অংশীদার হল ভারত। অনেক ভারতীয় কোম্পানিই ইজরায়েলে বিনিয়োগ করেছে। এ দেশ থেকে ইজরায়েলে পণ্য ও পরিষেবা রফতানির অঙ্কও অনেকটাই বেশি।
ইজরায়েলে বহু জিনিস রফতানি করে ভারত। এরমধ্যে রয়েছে চামড়া, পোশাক, সুতি ও উলের জিনিসপত্র। এছাড়া পালিশ করা হিরে, প্যাকেটজাত খাবার, ওষুধ ও চিকিত্সার যন্ত্রপাতিও রফতানি করা হয় ইজরায়েলে।
উল্টোদিকে ইজরায়েল থেকেও বেশ কিছু জিনিস আমদানি করে ভারত। এরমধ্যে অন্যতম হল প্রতিরক্ষা সরঞ্জাম। এছাড়াও কৃষি যন্ত্রপাতি, জল পরিশোধনের যন্ত্রাংশও আমদানি করা হয়।
২০২২-২৩ অর্থবর্ষে পণ্য ও পরিষেবা মিলিয়ে ভারত-ইজ়রায়েলের মধ্যে বাণিজ্যের অঙ্ক ছিল ১২০০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ কোটি টাকা। কূটনৈতিক ও বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, ইজরায়েল-হামাসের যুদ্ধে দুই দেশের বাণিজ্যে বিশেষ কোনও প্রভাব পড়বে না। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে সমস্যা বাড়তে পারে।
যুদ্ধের জেরে কী কী পণ্যের দাম বাড়তে পারে?
ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের বাজারে। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। প্রায় সাড়ে ৪ শতাংশের বেশি দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আর তেলের দাম বৃদ্ধি মানেই মূল্যবৃদ্ধি। প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করে ভারত। তেলের দাম বাড়লে একদিকে যেমন পেট্রোল-ডিজেলের দাম বাড়বে, তেমনই খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।
যুদ্ধ আরও জটিল আকার নিলে বাড়তে পারে সোনার দাম। ভারতীয় শেয়ার বাজারেও পড়তে পারে যুদ্ধের প্রভাব।