Operation Ajay: ‘ভোর সাড়ে ছটায় বেজে উঠেছিল সাইরেন…’, ইজরায়েলে ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয়দের

Operation Ajay: দেশে ফিরে তাঁরা মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানাচ্ছেন ইজরায়েলের ভারতীয় দূতাবাস এবং সর্বোপরি ভারত সরকারকে। দেশে ফেরা ভারতীয় নাগরিকরা জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে দূতাবাস সবসময় তাঁদের পাশে থেকেছে। যুদ্ধ শুরুর তিনদিনের মধ্যে অপারেশন অজয় শুরু করায়, ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। তার আগে, ইজরায়েলে তাঁদের অভিজ্ঞতা কেমন ছিল? দেশে ফিরে কী জানাচ্ছেন তাঁরা?

Operation Ajay: 'ভোর সাড়ে ছটায় বেজে উঠেছিল সাইরেন...', ইজরায়েলে ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয়দের
দেশে ফেরার বিমানে স্বস্তিতে ভারতীয় নাগরিকরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 7:56 AM

নয়া দিল্লি: এই প্রথম ইজরায়েলে এই রকম কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে, সেখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশে ফিরে অবশেষে স্বস্তি বোধ করছেন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে, যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরে, এমনটাই জানালেন ভারতীয় নাগরিকরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেই দেশে আটকে পড়েছিলেন তাঁরা। এদিনই অপারেশন অজয়ের আওতায়, একটি চার্টার বিমানে করে দেশে ফিরলেন ২১২ জন ভারতীয় নাগরিক। আর দেশে ফিরে তাঁরা মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানাচ্ছেন ইজরায়েলের ভারতীয় দূতাবাস এবং সর্বোপরি ভারত সরকারকে। দেশে ফেরা ভারতীয় নাগরিকরা জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে দূতাবাস সবসময় তাঁদের পাশে থেকেছে। যুদ্ধ শুরুর তিনদিনের মধ্যে অপারেশন অজয় শুরু করায়, ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। তার আগে, ইজরায়েলে তাঁদের অভিজ্ঞতা কেমন ছিল? দেশে ফিরে কী জানালেন তাঁরা?

ইজরায়েল থেকে ফিরে আসা এক ভারতীয় নাগরিক বলেছেন, “আমি তেল আবিবের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। তারা সবসময় আমাদের পাশে থেকেছে। অপারেশন অজয় শুরুর ঘোষণার পরই তারা, দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নাম নিবন্ধনের জন্য একটি পোর্টাল চালু করেছিল। রাত ১২টায় আমরা নাম নিবন্ধন করেছি। আর পরের দিন সকালেই তারা জানায়, আজই আপনাদের ভারতে ফেরার উড়ান রয়েছে। গোটা প্রক্রিয়া অত্যন্ত সহজ ছিল। আর আমরা এখানে পৌঁছে গেলাম। অত্যন্ত দ্রুত অপারেশন অজয় শুরু করা হয়েছে। দেশে ফিরে আসতে পেরে আমরা খুব খুশি।”

ইজরায়েল থেকে ফিরে আসা এক মহিলা জানিয়েছেন, তিনি ইজরায়েলে ২ বছর ধরে আছেন। সেখানে তিনি এবং তাঁর স্বামী কৃষি বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন। পাঁচ মাস আগে ইজরায়েলেই তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়। সেই একরত্তিকে নিয়েই এদিন দেশে ফিরেছেন এই ভারতীয় বিজ্ঞানী দম্পতি। ইজরায়েলের দক্ষিণের এক শহরে থাকেন তাঁরা। শহরটি আপাতত নিরাপদ থাকলেও, ছেলের কথা ভেবেই তাঁরা দেশে ফিরে এসেছেন। যুদ্ধের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন মহিলা বিজ্ঞানী। তিনি বলেছেন, “প্রথম দিন, আমরা ঘুমোচ্ছিলাম। ভোর সাড়ে ছটা নাগাদ সাইরেন বেজে উঠেছিল। দুই বছর ওই দেশে আছি, কখনও এই অভিজ্ঞতা হয়নি। সাইরেন শুনতে হয়নি। তাই আমরা ছেলেকে নিয়ে বোমা হামলা আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছিলাম। বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করা কঠিন ছিল, কিন্তু, আমাদের তা করতে হয়েছে।” দেশে ফিরে তাঁরা স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। দেশে তাঁদের আত্মীয়রা অত্যন্ত চিন্তায় ছিলেন। আর এই সুযোগে প্রথমবার দেশে আসা হল তাঁদের সন্তানের। যাঁকে দেখার জন্য তাঁদের পরিবারের সকলে অপেক্ষা করে আছে।

দেশে ফেরা আরেক ভারতীয় নাগরিক জানিয়েছেন, ইজরায়েলের পরিস্থিতি সত্যিই অত্যন্ত খারাপ। তবে, ইজরায়েলের হাতে উন্নত সামরিক প্রযুক্তি আছে, আয়রন ডোমের মতো পরতিরক্ষা ব্যবস্থা আছে, প্রতিটি বাড়িতে বাড়িতে বাঙ্কার আছে বলে, কোনওদিনই তাঁদের কোনও উদ্বেগ ছিল না। কিন্তু, এইবারের পরিস্থিতি আলাদা। তিনি আরও বলেছেন, “বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং তার দল, বিশেষ করে তেল আবিবের দূতাবাস অসাধারণ কাজ করেছে। ভারতে ফিরতে পেরে আমরা সত্যিই সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।”

দেশে ফেরা এক ছাত্র জানিয়েছেন, ২০১৯ সাল থেকে ওই দেশে আছেন। কিন্তু, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন প্রথমবার হতে হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। তবে তাঁর মতে, ইজরায়েল বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। তিনি বলেছেন, “আমরা দ্রুত শান্তির আশা করছি। যত দ্রুত সম্ভব আমরা কাজে ফিরতে চাই।”

এদিন, ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক এবং একটি শিশুকে নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ানটি। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, “আমাদের সরকার কখনই কোনও ভারতীয়কে অবহেলা করে না। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী তাঁদের রক্ষা করতে, তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমাদের বাচ্চাদের নিরাপদে এবং সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এবং তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রকের দল, এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ক্রুদের কাছে কৃতজ্ঞ। তাঁদের জন্য়ই এটা সম্ভব হয়েছে।”