Bizarre: পুরুষাঙ্গের মতো নাক! শ্বাস নিতে অসুবিধা, করতে হল অস্ত্রোপচার
জানা গিয়েছে, পুরুষাঙ্গের মতো নাক থাকা ওই ব্যক্তির নাম কনরাডো এসট্রাদা। গত ৬ বছর ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন তিনি।
ওয়াশিংটন: নাকের গঠন বদলে গিয়ে প্রবল সমস্যায় পড়ছিলেন এক ব্যক্তি। দিনে দিনে নাকের আকার বড় হচ্ছিল। এবং তা ঝুলে চলে আসছিল ঠোঁটের উপর। ওই ব্যক্তির ঠোঁটের আকার দাঁড়িয়েছিল পুরুষাঙ্গের মতো। দীর্ঘ দিন ধরেই পুরুষাঙ্গের মতো নাক নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তি। বেশ কয়েক জন চিকিৎসককে দেখিয়েওছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। ওই ব্যক্তির আর্থিক সামর্থ্যও এমন কিছু ছিল না, যাতে তিনি জটিল অস্ত্রোপচার করতে পারেন। ওই ব্যক্তি রংমিস্ত্রির কাজ করেন বলে জানা গিয়েছে। সম্প্রতি এক চিকিৎসকের বাড়িতে রং করতে গিয়েছিলেন তিনি। তখনই ওই শল্য চিকিৎসকের নজরে আসেন তিনি। এর পর ওই চিকিৎসকের উদ্যোগেই হয় অস্ত্রোপচার। সেই অস্ত্রোপচার বিনামূল্যেই হয়েছে। ওই ব্যক্তির অস্ত্রোপচারের প্রয়োজনীয় খরচ করার সামর্থ্যও ছিল না।
জানা গিয়েছে, পুরুষাঙ্গের মতো নাক থাকা ওই ব্যক্তির নাম কনরাডো এসট্রাদা। গত ৬ বছর ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন তিনি। পুরুষাঙ্গের মতো নাকের আকার হওয়ায় তা নিয়েও হাসি-ঠাট্টাও সহ্য করতে হয়েছে তাঁকে। চিকিৎসক থমাস রোমোর বাড়িতে রঙের কাজ করতে গিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেলেন তিনি। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে চিকিৎসক থমাস বলেছেন, “দেখে মনে হচ্ছিল ওই ব্যক্তির নাকে পেনিস ঝুলছে। আমি বিষয়টিকে খুব ভাল করে লক্ষ্য করি। তার পর বিষয়টি বুঝতে পারি।” কনরাডো জানিয়েছিলেন নাকের এই অদ্ভূত আকারের জেরে খাবার খেতে, নিঃশ্বাস নিতে সমস্যায় পড়তে হয় তাঁকে।
থমাস একটি হাসপাতালের ফেসিয়াল প্লাস্টিক রিকনস্ট্রাকসিভ সার্জারির চিকিৎসক। আমেরিকার ওই হাসপাতালকে তিনি কনরাজোর পরিস্থিতির ব্যাপারে জানান। এর পর বিমামূল্যেই চিকিৎসা করার ব্যাপারে রাজি হন হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নাকের এই সমস্যাকে বলে রাইনোফার্মা। এই অবস্থায় নাকের ডগায় তৈলগ্রন্থির আকার দিনে দিনে বাড়তে থাকে। নাকের ডগা উঁচু হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তির পরিস্থিতি ছিলেন স্বাভাবিকের থেকে অনেকটাই আলাদা। বর্তমানে অস্ত্রোপচারের পর কনরাডো ভাল আছেন বলে জানা গিয়েছে।