AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Protest: নেপালে দখল হয়ে গেল প্রেসিডেন্টের বাসভবন! পরপর পদত্যাগ মন্ত্রীদের

Nepal GenZ Protest: সমাজমাধ্যম যে আন্দোলনের একটা অণুঘটক ছিল, তা আবার স্পষ্ট হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে কাঠমান্ডুর পথ হল তপ্ত। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে পুলিশ। চলে জলকামান, টিয়ার গ্যাস। ফের একবার পুলিশের বিরুদ্ধে উঠেছে গুলি চালানোর অভিযোগ।

Nepal Protest: নেপালে দখল হয়ে গেল প্রেসিডেন্টের বাসভবন! পরপর পদত্যাগ মন্ত্রীদের
তপ্ত নেপালImage Credit: PTI
| Updated on: Sep 09, 2025 | 12:52 PM
Share

কাঠমান্ডু: মঙ্গলবার নতুন করে উত্তপ্ত হল নেপাল। রাজধানীর পথে ফের উঠল স্লোগান, প্রতিবাদে নামল তরুণ প্রজন্ম। সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠক ডেকে নেপালের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নিষিদ্ধ হওয়া ২৬টি অ্যাপকে পুনরায় চালু করে দিয়েছেন। কিন্তু তারপরেও থামেনি উত্তেজনা। সকাল হতেই আবার প্রতিবাদে নামল তরুণ আন্দোলনকারীরা।

সমাজমাধ্যম যে আন্দোলনের একটা অণুঘটক ছিল, তা আবার স্পষ্ট হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে কাঠমান্ডুর পথ হল তপ্ত। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে পুলিশ। চলে জলকামান, টিয়ার গ্যাস। ফের একবার পুলিশের বিরুদ্ধে উঠল গুলি চালানোর অভিযোগ।

কাঠমান্ডু সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়ে নেপালের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন দখল নিয়ে উন্মত্ত জনতা। জ্বলছে সেদেশের রাষ্ট্রপতি ভবন। একই পরিণতি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর বাড়িরও। সেখানেও হামলা চালায় তরুণ আন্দোলনকারীরা। দখল নেয় সেই বাড়ির। তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন। সংস্কারের দাবিতে আন্দোলন হয়ে উঠেছে ভয়াল। দখল নেওয়া হয়েছে শাসক থেকে বিরোধী সমস্ত পার্টি অফিসের।

মঙ্গলবার সকালে যখন ধাপে ধাপে পারদ চড়েছে নেপালে। সেই আবহেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি একটি সর্বদলীয় বৈঠকের ডাক দেন। জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ সব মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। কিন্তু মন্ত্রী থাকলে তো, প্রধানমন্ত্রী বৈঠক ডাকতেই পর পর জমা পড়েছে ইস্তফাপত্র। সোমবারই বিক্ষোভের মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রমেশ লেখক। আর দিন পেরতেই উপপ্রধানমন্ত্রী-সহ ইস্তফা দিলেন মোট ১০ জন।