Myanmar Government: প্রাপ্তবয়স্ক হলেই সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ সরকারের
Myanmar Army: সরকারের নির্দেশিকা অনুসারে, ১৮ বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল পুরুষকে সে দেশের সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। অন্তত দু-বছর কাজ করতে হবে। অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২৭ বছর বয়সি সকল মহিলাকে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে।
ইয়াঙ্গান: এবার থেকে প্রাপ্ত বয়স্কদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। এমনই নির্দেশ জারি করেছে মায়ানমার সরকার। তরুণ, তরুণী- সকলের ক্ষেত্রেই প্রাপ্তবয়স্ক হলেই সামরিক বাহিনীতে নির্দেশ বাধ্যতামূলক করেছে মায়ানমার সরকার। এই নির্দেশ উপেক্ষা করলে জেল পর্যন্ত হতে পারে।
মায়ানমার সরকারের নির্দেশিকা অনুসারে, ১৮ বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল পুরুষকে সে দেশের সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। অন্তত দু-বছর কাজ করতে হবে। অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২৭ বছর বয়সি সকল মহিলাকে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে। তাঁদেরও অন্তত দু-বছর কাজ করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে সামরিক বাহিনীতে চাকরির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই নির্দেশ না মানলে জেল পর্যন্ত হতে পারে।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে মায়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কিন্তু গত মাস থেকে বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যুত্থান-বিরোধীরা ফের তৎপর হয়ে উঠেছে এবং যুদ্ধ শুরু করেছে। এই পরিস্থিতিতে দেশের প্রাপ্ত বয়স্ক তরুণ-তরুণীদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করলো জান্তা সরকার।