Sushila Karki: ‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি…’, অন্তর্বর্তী সরকারের ‘ডেডলাইন’ বেঁধে দিলেন সুশীলা
Nepal Interim PM: এদিন সাংবাদিক বৈঠকে সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, 'আমি এবং আমার দলের সদস্যরা ক্ষমতার স্বাদ নিতে আসেননি। আমরা কোনও মতেই ছয় মাসের বেশি থাকব না। নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমরা চলে যাব।

কাঠমান্ডু: নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে বসলেন সুশীলা কারকি। আপাতত সেদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তাঁর কাঁধেই। আর সেই দায়িত্ব নেওয়ার পর রবিবার তিনি সাফ জানিয়ে দিলেন, এই সরকার শুধুমাত্র সুষ্ঠ নির্বাচন করাতে তৈরি হয়েছে। তাই ছয় মাসের বেশি তিনি কোনও মতেই থাকবেন না।
এদিন সাংবাদিক বৈঠকে সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এবং আমার দলের সদস্যরা ক্ষমতার স্বাদ নিতে আসেননি। আমরা কোনও মতেই ছয় মাসের বেশি থাকব না। নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমরা চলে যাব। আর আমাদের এই কাজ তখনই সফল হবে, যখন এই দেশের মানুষও আমাদের সাহায্য় করবেন।’
সম্প্রতি তরুণ প্রজন্মের আন্দোলনে উত্তাল হয়েছিল নেপাল। দু’দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু আন্দোলনকারীর। নেপাল পুলিশের গুলিতে সেই মৃত আন্দোলনকারীদের এবার শহিদ তকমা দিতে চলেছে নেপালের অন্তর্বর্তী সরকার। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন, ৮ই সেপ্টেম্বরের আন্দোলন পর্বে নিহতদের শহিদের তকমা দেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিপূরণ হিসাবে তাদের পরিবারের কাছে দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। এছাড়াও, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার খরচ সরকার তরফে বহন করা হবে বলেই জানিয়েছেন তিনি।
নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই আন্দোলনে এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫৯ জন আন্দোলনকারী, ১০ জন জেলবন্দি আসামী এবং ৩ জন পুলিশ রয়েছেন।
