Netanyahu: ‘হিজবুল্লা যদি চায়…’, নেতানিয়াহুর কড়া হুমকি, যুদ্ধ ছড়াবে লেবাননে?

Netanyahu's warns Hezbollah: ইজরায়েলকে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধে নামতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হিজবুল্লাকে কড়া হুশিয়ারি দিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লা যদি লেবাননের দিক থেকে যুদ্ধ চালাতে চায়, তাহলে লেবাননের রাজধানী বেইরুটের অবস্থাও গাজার মতো করে দেওয়া হবে।

Netanyahu: 'হিজবুল্লা যদি চায়...', নেতানিয়াহুর কড়া হুমকি, যুদ্ধ ছড়াবে লেবাননে?
হামলা চালাচ্ছে হিজবুল্লা, হুমকি দিলেন নেতানিয়াহু Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 10:32 AM

তেল আবিব: ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাস গোষ্ঠীকে সমর্থন করছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লা। লেবানন থেকে ইজরায়েল লক্ষ্য করে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। এই অবস্থায়, ইজরায়েলকে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধে নামতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হিজবুল্লাকে কড়া হুশিয়ারি দিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লা যদি লেবাননের দিক থেকে যুদ্ধ চালাতে চায়, তাহলে লেবাননের রাজধানী বেইরুটের অবস্থআও গাজার মতো করে দেওয়া হবে। নেতানিয়াহু বলেছেন, “যদি হিজবুল্লা সর্বাত্মক যুদ্ধ করতে চায়, তবে তারা নিজের হাতেই বেইরুট এবং দক্ষিণ লেবাননকে গাজা এবং খান ইউনিসে পরিণত করবে। মনে রাখবেন, বেইরুট এবং দক্ষিণ লেবানন কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়।”

বৃহস্পতিবার, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। ইজরায়েলের উত্তরেই লেবানন সীমান্ত। তাই হিজবুল্লার যাবতীয় হামলার মোকাবিলা করতে হচ্ছে এই উত্তরাঞ্চলীয় কমান্ডকেই। উত্তরাঞ্চলীয় কমান্ড পরিদর্শনর সময়ই এই হুশিয়ারি দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের অতর্কিত হামলার পর থেকেই লেবাননের সীমান্তের ওই পাড় থেকে ইজরায়েল লক্ষ্য করে গোলাগুলি ছুড়ছে হিজবুল্লা। হামাসের প্রতি যুদ্ধের শুরু থেকেই সংহতি প্রকাশ করেছে হিজবুল্লা। ইরান তাদের সরাসরি সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে। গাজা ভূখণ্ডে ইজরায়েলি বাহিনী স্থলপথে হামলা শুরু করলেই লেবাননের দিক থেকে হামলা চালাবে বলে হুমকি দিয়েছিল হিজবুল্লা। তবে, এখনও পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তারা।

তবে, গাজা ভূখণ্ডে যুদ্ধের তীব্রতা বাড়ার ফলে, ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে প্রতিদিন আন্তঃসীমান্ত গোলাগুলি বিনিময় চলছে। হিজবুল্লা, গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি তা হয়, তাহলে ইজরায়েল-হামাস সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্ভবত এই আশঙ্কা থেকেই সম্প্রতি ইজরায়েল-হামাস যুদ্ধে, প্রথমবার ইজরায়েলকে লাল সঙ্কেত দেখিয়েছে আমেরিকা। এতদিন, নেতানিয়াহু প্রশাসনের সমস্ত পদক্ষেপ চোখ বন্ধ করে সমর্থন করেছে ওয়াশিংটন। তবে, অতি সম্প্রতি ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়দের উপর হামলা থামানোর উপর জোর দিয়েছে তারা। বৃহস্পতিবারই হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘাত নিয়ন্ত্রণে নেতানিয়াহু এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।