Abhijit Banerjee: তিন দশকের সম্পর্কের ইতি, আমেরিকা ছাড়ছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক! ‘কলকাঠি’ নাড়লেন ট্রাম্প?
Abhijit Banerjee Leaving US: কিন্তু এবার সেই সম্পর্কেই ইতি টানতে চলেছেন তিনি। নতুন বিশ্ববিদ্যালয়, নতুন ঠিকানা। কিন্তু তিন দশকের সম্পর্ক তো মোটেই সহজ কথা নয়। হঠাৎ করে তা এক ঝটকায় কেন ছিন্ন করছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর নেওয়া একাধিক সিদ্ধান্তের জেরেই পথ পরিবর্তন করতে হল না তাঁকে, প্রশ্ন উঠেছে সেই নিয়েও।

নয়াদিল্লি: নতুন সফরে বেরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী এস্থার ডাফলো। ছাড়ছেন আমেরিকা। নতুন ঠিকানা সুইৎজ়ারল্যান্ড। এবার সেই ‘স্বপ্নের দেশেই’ থাকবেন তাঁরা। পড়াবেন সেখানের একটি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হঠাৎ করে এই কর্মক্ষেত্র বদলের কারণ কী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই বদলেছে নানা সমীকরণ। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আমেরিকা ছাড়ার নেপথ্যে জড়ো হয়নি তো সেই কারণগুলিই?
শুক্রবার সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ফ্লোরিয়ান স্কিউয়ার জানিয়েছেন, আগামী বছরের জুলাই মাস থেকে তাঁদের বিভাগেই পড়াবেন এই নোবেলজয়ী দম্পতি। সেখানেই অর্থনীতি নিয়ে আলোচনায় একটি নতুন সেন্টার তৈরি করবেন তাঁরা। এদিন ফ্লোরিয়ান স্কিউয়ার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘২০২৬ সালের ১ জুলাই জ়ুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেম্য়ান ফাউন্ডেশন প্রফেসর হিসাবে যোগ দেবেন নোবেলজয়ী এস্থার ডাফলো এবং অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।’
I am delighted to share that Nobel laureates Esther Duflo and Abhijit Banerjee will join our Department of Economics @econ_uzh at the University of Zurich on July 1, 2026, as Lemann Foundation Professors of Economics.
🧵 1/7 pic.twitter.com/wtFVeItGgV
— Florian Scheuer (@Florian_Scheuer) October 10, 2025
বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে (MIT) পড়ান এই দম্পতি। বলে রাখা ভাল, গত ৩২ বছর ধরে MIT-র সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ। কিন্তু এবার সেই সম্পর্কেই ইতি টানতে চলেছেন তিনি। নতুন বিশ্ববিদ্যালয়, নতুন ঠিকানা। কিন্তু তিন দশকের সম্পর্ক তো মোটেই সহজ কথা নয়। হঠাৎ করে তা এক ঝটকায় কেন ছিন্ন করছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর নেওয়া একাধিক সিদ্ধান্তের জেরেই পথ পরিবর্তন করতে হল না তাঁকে, প্রশ্ন উঠেছে সেই নিয়েও।
প্রসঙ্গত, ক্ষমতায় ফিরতেই খরচ বাঁচাতে নানা পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করেছেন নানা দফতর। বন্ধ করেছেন আন্তর্জাতিক অনুদান। চালু করেছেন শুল্কনীতি। আর এই টাকা বাঁচানোর খেলায় উচ্চ শিক্ষাতেও পড়েছে প্রভাব। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমিয়ে দিয়েছেন তিনি। তাঁর রোষেই পড়েছে খোদ হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। ট্রাম্প প্রশাসনের এই নয়া নীতি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল একাংশের শিক্ষাবিদদেরও। ইতিমধ্যেই বহু স্কোলার, গবেষক আমেরিকা ছেড়ে দিয়েছেন। এবার যেন সেই পথেই হাঁটলেন খোদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ও।
