Russian Embassy Attack: গেটে ধাক্কা মারতেই ধরল আগুন, ভিতরেই পুড়ে মৃত্যু চালকের! ছক কষেই কী হামলা চলল রুশ দূতাবাসে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 06, 2022 | 2:13 PM

Russian Embassy Attack: দমকলবাহিনী আসার আগে যে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল, তাতে দেখা যায়, গাড়িটি দূতাবাসের রেলিংয়ের সঙ্গে আটকে রয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িতে।

Russian Embassy Attack: গেটে ধাক্কা মারতেই ধরল আগুন, ভিতরেই পুড়ে মৃত্যু চালকের! ছক কষেই কী হামলা চলল রুশ দূতাবাসে?
দূতাবাসের বাইরে জ্বলছে গাড়ি।

Follow Us

বুখারেস্ট: যুদ্ধ পরিস্থিতির মাঝেই হঠাৎ রাশিয়ার দূতাবাসে (Russian Embassy) হামলা। ইউক্রেন নয়, প্রতিবেশী দেশ রোমানিয়ার (Romania) রাজধানী বুখারেস্টে (Bucharest) রাশিয়ার দূতাবাসে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। সেই গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয় গাড়ির চালকের। তবে এই ঘটনা আত্মঘাতী হামলা ছিল নাকি স্রেফ দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। রোমানিয়া পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুধবার সকালে বুখারেস্টে রাশিয়ার দূতাবাসে একটি গাড়ি ধাক্কা মারে।

দমকলবাহিনী আসার আগে যে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল, তাতে দেখা যায়, গাড়িটি দূতাবাসের রেলিংয়ের সঙ্গে আটকে রয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িতে। ওই গাড়ির ভিতরেই চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপে অবস্থিত বিভিন্ন রাশিয়ান দূতাবাসে হামলা চলছে। ইউক্রেনের উপরে বিনা প্ররোচনাতেই হামলা চালানোর প্রতিবাদে দূতাবাসের বাইরে বহু মানুষ বিক্ষোভও দেখিয়েছেন। ফলে এই হামলা দুর্ঘটনা ছিল নাকি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও ওই গাড়ি চালকের পরিচয় জানানো হয়নি। মঙ্গলবারই রোমানিয়ার তরফে জানানো হয়, তারা ১০ জন রাশিয়ার কূটনীতিককে অপসারণ করা হবে। তারা আন্তর্জাতিক আইন মেনে আচরণ করেননি বলেই অভিযোগ। সম্প্রতিই একাধিক ইউরোপীয় দেশ রাশিয়ার কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে।   ইউক্রেনের উপরে হামলা চালানোর পর থেকে প্রায় ৬ লক্ষ ২৪ হাজার ৮৬০ ইউক্রেনীয় রোমানিয়ায় পালিয়ে এসেছেন।

Next Article