Plane Crash: বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা, শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান, বেঁচে ফিরলেন ২৮ জন
Plane Crash: শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
কাজাকিস্তান: বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা। শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন। এর মধ্যে ২৮ জন যাত্রী বেঁচে গিয়েছেন।
জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের বিমান এটি। বুধবার সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিল বিমানটি। কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অপর একটি সূত্রে খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।
Passenger Plane with 110 on board crashes near aktau city in Kazakhstan, bursts into flames. More details awaited pic.twitter.com/A0JpC4shTQ
— Tariq Bhat (@TariqBhatANN) December 25, 2024
কাজাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নামতে শুরু করে এবং নিমেষের মধ্যে তা আকটাউ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে।
🚨 Breaking News
Six people have survived the plane crash near Aktau, according to Kazakhstan’s Minister of Health.
The crash involved a passenger plane on the Baku–Grozny route, carrying 105 passengers and 5 crew members. Initial reports suggest the likely cause was a bird… pic.twitter.com/J5L4Yham7d
— Axel (@AxelCharai) December 25, 2024
জানা গিয়েছে, বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করছিল। কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার সময়ই দুর্ঘটনা ঘটে।