PM Modi in Denmark : শীঘ্রই সম্পন্ন হবে ভারত-EU মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা! ডেনমার্কে পা রেখে আশাবাদী মোদী
PM Modi in Denmark : তিনদিনের ইউরোপের সফরে মঙ্গলবার কোপেনহেগেনে ড্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দ্রুত পরিণতি লাভ করবে বলে আমি আশাবাদী।
কোপেনহেগেন : ইউরোপ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দিতে ডেনমার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। ডেনমার্কে পা রেখেই ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য নিয়ে বার্তা দিলেন মোদী। এদিন কোপেনহেগেনে ড্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, ‘ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দ্রুত পরিণতি লাভ করবে বলে আমি আশাবাদী।’মোদীর তরফে এই বিবৃতিটি এমন একটি সময়ে এল যখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য নিয়ে চুক্তি করতে টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যে জুন মাসেই প্রাথমিক আলোচনার আয়োজন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে ভারত ২০০৭ সাল থেকে আলোচনা শুরু করেছে। তবে উভয় পক্ষই ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ২০১৩ সালে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধও হয়ে যায়। তবে গত বছর থেকে ফের এই নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ভারতের বৃহত্তম বিনিয়োগকারীদের মধ্যে একটি হল ইউরোপীয় ইউনিয়ন। ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে ভারতে মোট বিনিয়োগের ১৬ শতাংশ এসেছে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে।
এদিকে স্বচ্ছ জ্বালানি শক্তির ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদী এবং ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন। ড্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে এদিন মোদী বলেন, ‘আজ আমরা ভারত-ইইউ সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক এবং ইউক্রেন সহ অনেক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’ভারত-ডেনমার্ক বাণিজ্য সম্পর্ক নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ‘ডেনমার্কের ২০০টিরও বেশি সংস্থা ভারতে বিভিন্ন সেক্টরে কাজ করছে। এই সংস্থাগুলি ভারতে ব্যবসা করার সহজতা এবং অর্থনৈতিক সংস্কার থেকে উপকৃত হচ্ছে। ভারতের পরিকাঠামো খাত এবং সবুজ শিল্পে বিনিয়োগের জন্য ডেনমার্কের সংস্থা এবং ডেনমার্কের পেনশন ফান্ডের অনেক সুযোগ রয়েছে।’
এদিকে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় ইন্দো-নর্ডিক সম্মেলনে নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এই সম্মেলনের ফাঁকে আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীদের সঙ্গে মোদী দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এরপর ভারত আসার পথে ঝটিকা সফরে প্যারিসে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। সেখানে নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার কথা মোদীর।