PM Narendra Modi: ২৬ বছর পর দ্বিপাক্ষিক সফরে মিশরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, মোদীকে উষ্ণ অভ্যর্থনা মাদবাউলির
Egypt visit: ২৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে পা রাখলেন। এদিন মোদীকে স্বাগত জানাতে কায়রো বিমানবন্দরে আসেন স্বয়ং মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি।
কায়রো: মার্কিন সফর সম্পূর্ণ করে মিশরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দু-দিনের সফরে শনিবার, ভারতীয় সময় বিকালে মিশর (Egypt) পৌঁছন তিনি। বিগত ২৬ বছরে এই প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে পা রাখলেন। কায়রো (Cairo) বিমানবন্দরেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি স্বয়ং। তিনি উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিমানবন্দরেই ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে।
#WATCH | PM Modi lands in Cairo for two-day State visit to Egypt, received by Egyptian PM pic.twitter.com/2WmO7aLzm0
— ANI (@ANI) June 24, 2023
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির আমন্ত্রণেই এবারে মিশর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেই মিশর সফরে যান তিনি। ২৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে পা রাখলেন। এর আগে ১৯৯৭ সালে দ্বিপাক্ষিক সফরে মিশরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আই কে গুজরাল। এদিন মোদীকে স্বাগত জানাতে কায়রো বিমানবন্দরে আসেন স্বয়ং মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি। তারপর এদিন রাতেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। বৈঠক শেষে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। দাউদি বোহরা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় স্থান আল হাকিম মসজিদ পরিদর্শনেও যাবেন তিনি। তারপর আগামিকাল প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে ভারত ও মিশরের মধ্যে বাণিজ্য সহ একাধিক বিষয়ে চুক্তি হতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহর সঙ্গে বৈঠকের পর বিকালের বিমানেই দিল্লি ফিরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশর ছাড়ার আগে মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি যৌথ বৈঠক করবেন বলেও সূত্রের খবর।