AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

S Jaishankar: জয়শঙ্করকে ফোন ব্রিটিশ বিদেশমন্ত্রীর, খুব মন খারাপ শেখ হাসিনার

S Jaishankar gets a call from UK's David Lammy: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন ব্রিটেনের বিদেশমন্রী ডেভিড ল্যামি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্রিটেন আশ্রয় দেবে কিনা, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তার ব্রিটেনের বিদেশমন্ত্রীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। f

S Jaishankar: জয়শঙ্করকে ফোন ব্রিটিশ বিদেশমন্ত্রীর, খুব মন খারাপ শেখ হাসিনার
হাসিনার আশ্রয় জল্পনার মধ্যেই জয়শঙ্করকে ফোন ব্রিটিশ বিদেশমন্ত্রীরImage Credit: PTI
| Updated on: Aug 09, 2024 | 7:40 AM
Share

নয়া দিল্লি: শেখ হাসিনার লন্ডন যাত্রার পথ কি পরিষ্কার হতে চলেছে? এই নিয়ে জল্পনার মধ্যেই, বৃহস্পতিবার (৮ অগস্ট), বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন ব্রিটেনের বিদেশমন্রী ডেভিড ল্যামি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্রিটেন আশ্রয় দেবে কিনা, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তার ব্রিটেনের বিদেশমন্ত্রীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জয়শঙ্করও। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ক্রমে পরিস্থিতি খারাপ হচ্ছে। ইরান আর ইজরাইলের মধ্যে যুদ্ধটা প্রায় অনিবার্য হয়ে উঠেছে।

বাংলাদেশে এখনও টালমাটাল পরিস্থিতি। ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তিনি দেশত্যাগের পরও ঢাকা ও অন্যান্য জেলা-উপজেলায় হিংসা থামছে না। আওয়ামি লিগের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর বেনজির হামলা হয়েই চলেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তিনিও হিংসা বন্ধের ডাক দিয়েছেন। তবে, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। প্রথমে শোনা গিয়েছিল তিনি লন্ডনে চলে যেতে চান। কিন্তু, ব্রিটিশ সরকারের উদ্বাস্তু আইনে হাসিনাকে সেই দেশে আশ্রয় দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

গত বুধবার অবশ্য শেখ হাসিনার ছেলে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে না ব্রিটেনে, কোথায় আশ্রয় নেবেন, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি শেখ হাসিনা। তিনি লন্ডনে আশ্রয় নিতে চেয়েছিলেন বলে যেটা শোনা যাচ্ছে, তা আসলে “গুজব” বলে দাবি করেছেন জয়। শেখ হাসিনার ছেলে আরও জানিয়েছেন, তিনি (হাসিনা) কিছুদিন দিল্লিতে থাকবেন। জয় আরও বলেছেন, “শেখ হাসিনা ভাল আছেন এবং এখন দিল্লিতে আছেন। আমার বোন তাঁর সঙ্গে আছেন। আমার বোন দিল্লিতে থাকেন। তিনি (হাসিনা) ভালো আছেন, কিন্তু খুব মন খারাপ।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)