Ukraine: ইউক্রেনের রেলস্টেশনে হামলা রাশিয়ার, নিহত ৩০, ফুঁসে উঠলেন জেলেনস্কি
Russian strike on Ukraine railway station: ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "তারা যে সাধারণ নাগরিকের উপর হামলা চালাচ্ছে, তা অজানা নয় রাশিয়ার। এটা সন্ত্রাসী হামলা। বিশ্ব এটা এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকদিন সাধারণ মানুষের জীবন নিচ্ছে রাশিয়া। আমরা ইউরোপ, আমেরিকার কড়া বিবৃতি শুনেছি। এখন সেটার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। শুধু মুখে বললে হবে না, কড়া পদক্ষেপ দরকার।"

কিয়েভ: সাড়ে তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের যুদ্ধ জারি। কখনও লড়াই বন্ধের আশার আলো দেখা গিয়েছে। তারপরই আবার হামলা হয়েছে। এবার ফের ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। কিয়েভগামী একটি প্যাসেঞ্জার ট্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়ার সেনা। হামলার নিন্দা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ৩০ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার এই হামলাকে ‘বর্বরোচিত’ বলেও সরব হন তিনি।
শনিবার সুমি অঞ্চলে একটি রেলওয়ে স্টেশনে ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভগামী একটি ট্রেন সেখানে দাঁড়িয়েছিল। ওই হামলায় ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে ট্রেনের ভাঙাচোরা জানালার ছবি ধরা পড়েছে। একাধিক কামরা জ্বলছে। রাশিয়ার এই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিরক্ত জেলেনস্কি। মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চ যাতে কড়া পদক্ষেপ করে, সেই আবেদন জানান তিনি। ‘বর্বরোচিত’ এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “তারা যে সাধারণ নাগরিকের উপর হামলা চালাচ্ছে, তা অজানা নয় রাশিয়ার। এটা সন্ত্রাসী হামলা। বিশ্ব এটা এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকদিন সাধারণ মানুষের জীবন নিচ্ছে রাশিয়া। আমরা ইউরোপ, আমেরিকার কড়া বিবৃতি শুনেছি। এখন সেটার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। শুধু মুখে বললে হবে না, কড়া পদক্ষেপ দরকার।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের লড়াই শুরু হয়। সাড়ে তিন বছরের লড়াইয়ে দুই দেশেরই ক্ষতি হয়েছে। ভারত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছে দুই দেশকেই।
