AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khaleda Zia: শরীরজুড়ে সংক্রমণ, এখন কেমন আছেন খালেদা জিয়া? মাকে দেখতে কেন ফিরছেন না পুত্র তারেক?

Khaleda Zia Physical Condition: বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনকে। এদিন সকালে এই নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি, মায়ের শারীরিক অবস্থা নিয়ে অবনতি হয়েছে বলে নিজের সমাজমাধ্যমে জানিয়েছেন তারেক রহমান।

Khaleda Zia: শরীরজুড়ে সংক্রমণ, এখন কেমন আছেন খালেদা জিয়া? মাকে দেখতে কেন ফিরছেন না পুত্র তারেক?
খালেদা জিয়াImage Credit: PTI
| Updated on: Nov 29, 2025 | 8:25 PM
Share

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে পড়শি দেশে বাড়ছে উদ্বেগ। মাস কয়েক আগেই লন্ডন থেকে চিকিৎসা করে ফিরেছিলেন তিনি। কিন্তু বছর শেষে আবার অসুস্থ বিএনপি প্রধান। তাঁর অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’ বলে জানিয়েছে ঢাকার হাসপাতাল। নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তিনি। ফুসফুস এবং হৃদযন্ত্রে ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। এছাড়াও বার্ধক্যজনিত আনুষাঙ্গিক সমস্যাতেও ভুগছেন খালেদা।

বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনকে। এদিন সকালে এই নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি, মায়ের শারীরিক অবস্থা নিয়ে অবনতি হয়েছে বলে নিজের সমাজমাধ্যমে জানিয়েছেন তারেক রহমান।

এদিন তিনি লিখেছেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা যে কোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আমার নেই। আর এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশও নেই।’ এই বার্তা যে শুধুই মায়ের অসুস্থতার কথা উল্লেখ করে এমনটা নয়। একাংশ মনে করছেন, লন্ডন ছেড়ে যে এখনই বাংলাদেশে আসতে পারবেন না বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান তারেক রহমান। তাই ইঙ্গিতেই সেই বার্তা দিয়ে দিয়েছেন তিনি।

খালেদার চিকিৎসার জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন খোদ তারেকের স্ত্রী তথা চিকিৎসক জুবাইদা রহমান। এর আগেও বহুবার অসুস্থ হয়েছেন তিনি। কিন্তু এই প্রথমবার পরিস্থিতি এতটা উদ্বেগজনক। ইতিমধ্যেই খালেদার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি নিজে হাসপাতালে যাননি। তবে সরকারের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।