Sheikh Hasina: অসুস্থ খালেদা জিয়া! শুনতেই হাসিনা বললেন…
Sheikh Hasina on Khaleda Zia Health: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপাতত অনিশ্চিত। তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে এয়ার অ্য়াম্বুল্যান্সেও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই কথা মাথায় রেখে ঢাকাতেই তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তব্য়রত মেডিক্য়াল টিম।

নয়াদিল্লি: খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লি থেকেই দ্রুত সুস্থ হওয়ার বার্তা দিলেন তিনি। মঙ্গলবার শেখ হাসিনার নেওয়া একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে সংবাদসংস্থা আইএএনএস। তাঁদের কাছেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। এদিন আইএএনএস-কে তিনি জানিয়েছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ অন্যদিকে, খালেদা জিয়া ঢাকা বেড়েছে দুশ্চিন্তা। তাঁকে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত তাও স্থগিত করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, আধুনিকমানের চিকিৎসার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপাতত অনিশ্চিত। তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে এয়ার অ্য়াম্বুল্যান্সেও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই কথা মাথায় রেখে ঢাকাতেই তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তব্য়রত মেডিক্য়াল টিম।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার ৮০ বছর বয়স। দ্রুত সুস্থ হয়ে না ওঠার নেপথ্যে এই বয়স একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য নতুন করে যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এমনটাও নয়। আপাতত প্রতিদিনই ডায়ালিসিস চলছে। শরীরে ডায়াবেটিস, কিডনি, ফুসফুস-সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে।
নয়াদিল্লি থেকে শেখ হাসিনার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে বিএনপির অংশীদারিত্ব কম নয়। সেই বিএনপির চেয়ারপার্সনের প্রতি সৌজন্য বজায় রাখলেন হাসিনা। খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সহযোগিতার বার্তা দিয়েছিলেন তিনি। নিজের সমাজমাধ্যমে মোদী লিখেছিলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।’
