AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: হাসিনার বেডরুমে ঢুকে উল্লাস বিক্ষোভকারীদের, ডাইনিংয়ে বসে চিবোল চিকেনের ঠ্যাং

Bangladesh Protests: গণভবনে বিক্ষোভকারীদের উল্লাসের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনটিতে দেখা যাচ্ছে, গণভবনের ভিতর লেকে নৌকাবিহার করছে বিক্ষোভকারীরা। আবার গণভবনের ভিতর ডাইনিং রুমে বসে চিকেনের ঠ্যাং চিবোচ্ছে উল্লসিত জনতা। কেউ আবার গণভবনের ভিতর থেকে হাস নিয়ে বেরোচ্ছে তো শেখ হাসিনার শাড়ি নিয়ে বেরোচ্ছে।

VIDEO: হাসিনার বেডরুমে ঢুকে উল্লাস বিক্ষোভকারীদের, ডাইনিংয়ে বসে চিবোল চিকেনের ঠ্যাং
শেখ হাসিনার পদত্যাগের পরই গণভবন দখল বিক্ষুব্ধ জনতার।
| Updated on: Aug 05, 2024 | 6:34 PM
Share

ঢাকা:  প্রায় দু-মাস ধরে টানা অশান্তির পর অবশেষে পতন হল হাসিনা সরকারের। রবিবার থেকে দ্বিতীয় দফায় টানা অশান্তির পর অবশেষে সোমবার গণভবনের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। তারপরই সেনাপ্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন শেখ হাসিনা। শুধু ইস্তফা দেওয়া নয়, একেবারে গোপনে দেশ ছাড়েন তিনি। অন্যদিকে, গণভবনে ঢুকে তাণ্ডব চালানো থেকে মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা। যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই সমস্ত ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিন দুপুর ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভিডিয়োতে দেখা যায়, কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চমবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে চপারে ওঠেন বোন রেহেনা।

মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেও পিছুপা হয়নি বিক্ষোভকারীরা।

অন্যদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই তাঁর বাসভবন, গণভবন ঘিরে ফেলেছিল বিক্ষুব্ধরা। তারপর জনস্রোতের কাছে হার মানে নিরাপত্তা বাহিনী। বিক্ষুব্ধ জনতা একেবারে গণভবনের ভিতর ঢুকে উল্লাসে মাতে। সরাসরি শেখ হাসিনার বেডরুমে ঢুকে তাঁর বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসে মাতে বিক্ষোভকারীরা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনটির শিরোনামে লেখা, জনগণের ক্ষমতা, কোনটিতে লেখা,

গণভবনে বিক্ষোভকারীদের উল্লাসের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনটিতে দেখা যাচ্ছে, গণভবনের ভিতর লেকে নৌকাবিহার করছে বিক্ষোভকারীরা। আবার গণভবনের ভিতর ডাইনিং রুমে বসে চিকেনের ঠ্যাং চিবোচ্ছে উল্লসিত জনতা। কেউ আবার গণভবনের ভিতর থেকে হাস নিয়ে বেরোচ্ছে তো শেখ হাসিনার শাড়ি নিয়ে বেরোচ্ছে। বাদ যায়নি হাসিনার বাসভবনের পাখাও।

এদিন বিকালে ঢাকার রাজপথে বিশাল মিছিলও বের করে বিক্ষোভকারীরা। আবির উড়িয়ে উল্লাসে মাতে।

হাসিনা সরকারের পতন প্রসঙ্গে বাংলাদেশের আম নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।