Bangladesh Update: অবশেষে বাংলাদেশে ঢুকছেন তিনি, সাতটি ট্রেন নিয়ে ঢাকামুখী ধানের শিষ
Bangladesh News: তারেকের 'ঘর ওয়াপসি' উপলক্ষে সারাদেশ থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে সাতটি রুটে ট্রেন ভাড়া করতে চলেছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বরের জন্য ওই সাতটি বিশেষ ট্রেন অতিরিক্ত বগি-সহ সংরক্ষণের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রেলমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়েছে।

ঢাকা: বিজয় দিবসের দিনেই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন তিনি। মঙ্গলবার নিজমুখে সে কথা ঘোষণা করেছেন তারেক। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বিএনপি অন্দরে উচ্ছ্বাসের শেষ নেই।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তারেকের ‘ঘর ওয়াপসি’ উপলক্ষে সারাদেশ থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে সাতটি রুটে ট্রেন ভাড়া নিতে চলেছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বরের জন্য ওই সাতটি বিশেষ ট্রেন অতিরিক্ত বগি-সহ সংরক্ষণের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রেলমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়েছে। সরকারি নিয়ম মেনেই ভাড়া প্রদান করা হবে বলেই চিঠিতে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
কোন কোন রুটে চলবে সেই বিশেষ সাত ট্রেন?
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য় অনুযায়ী, কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা, পঞ্চগড়-নীলফামারি-পাবর্তীপুর হয়ে ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর হয়ে ঢাকা — মোট সাত রুটে ট্রেন ভাড়া নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিএনপি।
ট্রাভেল পাসের আবেদন
আগামী ২৫ ডিসেম্বর বাড়ির ফেরার জন্য় লন্ডনে স্থিতু বাংলাদেশের হাইকমিশনে ‘ট্রাভেল পাসের’ আবেদন জানিয়েছেন তারেক রহমান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই সেই আবেদন হাইকমিশনারের কাছে জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৭ বছর পর দেশে ফিরবেন তিনি। রাজনৈতিক কারণে এতদিন পর্যন্ত ব্রিটেনে নির্বাসিত ছিলেন তারেক। এই সময়কালেই তাঁর বাংলাদেশি পাসপোর্টেরও মেয়াদ ফুরিয়ে যায়। কিন্তু তাও আবেদন করতে পারেননি তারেক। তাই ট্রাভেল পাসের মাধ্য়মে ‘ঘর ওয়াপসি’ হবে তাঁর।
