Thailand: পর্যটকদের জন্য নিয়ম আরও শিথিল করছে ফুকেত, শর্ত শুধু একটাই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 03, 2021 | 11:32 PM

Holidays in Phuket: এবার থেকে করোনা টিকার দু'টি ডোজ়ই নেওয়া থাকলেই ফুকেতে ছুটি কাটাতে যেতে পারবেন আপনি। আর এর জন্য কোনও কোয়ারানটিনেও থাকতে হবে না।

Thailand: পর্যটকদের জন্য নিয়ম আরও শিথিল করছে ফুকেত, শর্ত শুধু একটাই
সব দেশের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ফুকেত (ছবি - পিক্সঅ্যাবে)

Follow Us

ব্যাংকক : বাড়ি বসে বসে বিরক্ত হয়ে উঠছেন? নিত্যদিন বাড়ি বসে কাজ করতে করতে অবসাদ চলে আসছে? কয়েকদিন ছুটি কাটিয়ে আসতে চান? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে আসছে থাইল্যান্ড। এবার থেকে করোনা টিকার দু’টি ডোজ়ই নেওয়া থাকলেই ফুকেতে ছুটি কাটাতে যেতে পারবেন আপনি। আর এর জন্য কোনও কোয়ারানটিনেও থাকতে হবে না।

থাইল্যান্ড সরকার জানিয়েছে, যে কোনও দেশে থেকে পর্যটকরা সম্পূর্ণ করোনা টিকাকরণ হয়ে থাকলেই ফুকেতে ঘুরতে আসতে পারবেন। থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে থাকে পর্যটন শিল্পের উপর। ফি বছর গড়ে চার কোটি পর্যটক আসেন এখানে। কিন্তু সব ভেস্তে দিয়েছে করোনা। অতিমারির প্রকোপ শুরু হওয়ার পর থেকেই পর্যটক একেবারে তলানিতে এসে ঠেকেছে থাইল্যান্ডে।

করোনার প্রাদুর্ভাবের আগে থাইল্যান্ড যে ক্ষেত্রগুলির থেকে সবথেকে বেশি আয় করত, তার মধ্যে পঞ্চমে ছিল পর্যটন। আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর একগুচ্ছ নিয়মবিধি কার্যকর হওয়ায় থাইল্যান্ডের পর্যটক শিল্প বিগত দুই দশকের সবথেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

থাইল্যান্ড প্রশাসন জুলাই মাস থেকেই একটি “স্যান্ডবক্স” স্কিম চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে কম বা মাঝারি ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে সম্পূর্ণভাবে টিকা নেওয়া ভ্রমণকারীদেরকে জনপ্রিয় সৈকত দ্বীপে পনেরো দিনের জন্য ঘুরতে পারবেন। সেখানে ১৫ দিন কাটানোর পর কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডের মূল ভূখণ্ডে ভ্রমণের অনুমতি পাবেন তাঁরা।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ ঘোষণা করেছে, থাইল্যান্ড এখন বিশ্বের যে কোনও দেশ থেকে ভ্রমণকারীদের ‘স্যান্ডবক্স’ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছে।” অর্থাৎ, এখন থেকে আর কোনও দেশ নিয়ে বাছ-বিচার রাখছে না থাইল্যান্ড। এখন থেকে যে কোনও দেশ থেকে পর্যটকরা ফুকেতে আসতে পারবেন। তবে তাঁদের করোনা টিকার দু’টি ডোজ় থাকা বাধ্যতামূলক।

থাইল্যান্ড বিদেশ মন্ত্রকের মুখপাত্র তানি সাংগ্রাত জানিয়েছেন, যে সব শিশুদের করোনা টিকা নেই, তারা তাদের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করতে পারবে। স্যান্ডবক্স প্রোগ্রাম ইতিমধ্যে ফুকেতের সমুদ্র সৈকতে ৩৮ হাজারেরও বেশি পর্যটককে টেনে নিয়ে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে থাইল্যান্ডের সরকার।

কিন্ত এসবের পরেও ফুকেতের হোটেলগুলির একটি বড় অংশ এখনও বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফুকেতে টুরিস্ট অপারেটররা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করে আসছিলেন নিয়মবিধি শিথিল করার জন্য। এখন নতুন নিয়ম অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পর্যটকরাও ফুকেতে আসতে পারবেন। উল্লেখ্য মালয়েশিয়া থেকে সবথেকে বেশি পর্যটক আসেন ফুকেতে।

আরও পড়ুন : Vaccine Certificate: শর্ত পূরণ করেছে কেন্দ্র, তবুও টিকা সার্টিফিকেট নিয়ে জট কাটাতে ঢিলেমি ব্রিটেন সরকারের

আরও পড়ুন : Vaccine Certificate Row: কোয়ারেন্টাইন নিয়ে টানাপোড়েন চরমে, ভারতের নয়া নিয়মের পরই পরোক্ষে হুঁশিয়ারি ব্রিটেনেরও

Next Article