Vaccine Certificate: শর্ত পূরণ করেছে কেন্দ্র, তবুও টিকা সার্টিফিকেট নিয়ে জট কাটাতে ঢিলেমি ব্রিটেন সরকারের
UK Decision on Vaccine Certificate: সূত্রের খবর, ভারতীয়দের উপর থেকে ১০ দিনের কোয়ারেন্টাইন(Quarantine)-র নিয়ম প্রত্যাহার করা হবে কিনা, তার সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য, বিদেশ, কমনওয়েল্থ মন্ত্রক।
নয়া দিল্লি: করোনা টিকা সার্টিফিকেটে (Vaccine Certificate) বদল এলেও লাভ হল না কিছুই। এখনই ভারতের টিকা সার্টিফিকেটের জট কাটছে না ব্রিটেনে। ১০ দিন আগেই দুই দেশের মধ্যে কথা হলেও এবং বিদেশযাত্রীদের জন্য নতুন ধরনের টিকা সার্টিফিকেট বানানো হলেও, এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নারাজ বলে জানানো হয়েছে ব্রিটেন(Britain)-র তরফে।
সূত্রের খবর, ভারতীয়দের উপর থেকে ১০ দিনের কোয়ারেন্টাইন(Quarantine)-র নিয়ম প্রত্যাহার করা হবে কিনা, তার সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য, বিদেশ, কমনওয়েল্থ মন্ত্রক। এত গুলি মন্ত্রক থেকে দ্রুত অনুমোদন পাওয়া সম্ভব নয়, সেই কারণেই দেরী হচ্ছে। তবে ব্রিটেনের তরফে যে শর্তগুলি রাখা হয়েছিল, তার মধ্য়ে অন্যতম ছিল টিকা সার্টিফিকেটে জন্মতারিখের উল্লেখ। ভারত সেই শর্ত পূরণ করেছে বলেই জানা গিয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্য়োগেই সেরাম সংস্থা কোভিশিল্ড তৈরি করলেও সেই ভ্যাকসিনকে স্বীকৃতি দিতে নারাজ ছিল ব্রিটেন। ভ্রমণবিধির নির্দেশিকায় জানানো হয়েছিল, কোভিশিল্ড প্রাপকদের টিকা প্রাপ্ত বলে গণ্য করা হবে না। ভারত থেকে আগত সমস্ত যাত্রীদেরই ১০ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ভারত থেকে একাধিক পড়ুয়া ব্রিটেনে পড়তে যায়, এছাড়াও কর্মসূত্রে বহু ভারতীয় ব্রিটেনে যান। এই কোয়ারেন্টাইনের নিয়ম জারির পরই বিতর্ক শুরু হয়। গতকালই বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ব্রিটেন কোভিশিল্ডকে বৈধ করোনা টিকা হিসেবে স্বীকৃতি না দেওয়ার ফলে আমাদের দেশ থেকে ব্রিটেনে যাওয়া যাত্রীরা সমস্যায় পড়ছেন। এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। ব্রিটেন দ্রুত সিদ্ধান্ত বদল না করলে ভারতের তরফেও একইরকম ব্যবহার করা হবে।
তবে ব্রিটেন প্রশাসনের দাবি ছিল, ভারতের টিকা সার্টিফিকেটে কিছু সমস্যা রয়েছে, এর জেরেই আগামী ৪ অক্টোবর থেকে কোভিশিল্ডকে করোনা টিকা হিসাবে গণ্য করা হলেও, দুটি টিকাপ্রাপ্ত ভারতীয় যাত্রীদের বিট্রেনে গিয়ে ১০দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেই থাকতে হবে। ব্রিটিশ হাই কমিশনার জানান, কো-উইনের প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই টিকা সার্টিফিকেট নিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এরপরই গত সপ্তাহে কেন্দ্রের তরফে জানানো হয়, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভারতীয়দের বিদেশে কোয়ারেন্টাইন(Quarantine)-র ঝক্কি থেকে মুক্তি দিতেই কো-উইনের টিকা সার্টিফিকেটে উল্লেখ থাকবে টিকা প্রাপকের জন্ম তারিখ ও সাল (Date of Birth)।
বর্তমানে কো-উইন থেকে যে টিকা সার্টিফিকেট পাওয়া যায়, সেখানে আধার কার্ড(Aadhar Card)-র তথ্যের ভিত্তিতে টিকা প্রাপকের নাম ও বয়সের উল্লেখ করা থাকত। কিন্তু নতুন সার্টিফিকেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই যাবতীয় প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে।
আরও পড়ুন: LPG Price Hike: পুজোর আগেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, সিলিন্ডার পিছু এ বার খরচ পড়বে কত?