চট্টগ্রাম: নির্যাতন যেন থামছেই না। উল্টে দিন যত যাচ্ছে ততই যেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। ভারতের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়েছে সে দেশের কট্টরপন্থীরা। এদিকে এখনও জেলে চিন্ময়কৃষ্ণ দাস। এই আবহে ফের সনাতনীদের চূড়ান্ত হেনস্থার অভিযোগ চট্টগ্রামে। বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের সাংবাদিক বৈঠক করতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঞ্চের সদস্যদের দাবি, আগে থেকেই অনুমতি নেওয়া ছিল। কিন্তু, শেষবেলায় বেঁকে বসেছে পুলিশ। কট্টরপন্থীদের হুমকীতে কোনও কারণ ছাড়াই বাতিল করে দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠক।
সূত্রের খবর, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে ৫ হাজার টাকা দিয়ে এদিন চট্রগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের জন্য হল ভাড়া নেওয়া হয়েছিল। কোন পথে এগোবে পরের কর্মসূচি, কোন পথে হবে মোকাবিলা, পরের রণকৌশলই বা কী সেই সংক্রান্ত বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল জোটের নেতাদের। এমনকী চিন্ময়কৃষ্ণের হেনস্থা নিয়েও এদিন সরব হওয়ার কথাও শোনা যাচ্ছিল। সে কারণেই ডাকা হয়েছিল সাংবাদিক বৈঠক। কিন্তু, শেষ বেলায় তা বাতিল করে দিয়েছে চট্টগ্রাম পুলিশ।
অভিযোগ, কট্টরপন্থীদের তরফে এসেছে লাগাতার হুমকি। স্পষ্ট বলা হয়েছে সনাতনীদের কোনও সমাবেশও করতে দেওয়া হবে না। সাংবাদিক বৈঠক করলেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার হুমকি দিয়েছে পুলিশ । মামলা হলে কোনো আইনজীবী দাঁড়াবেন না সনাতনীদের হয়ে, এমন হুঁশিয়ারিও চলছে সর্বত্র।