AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: এবার ট্রাম্পের শুল্ক-নজর সিনেমায়, কী ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট?

Trump to impose 100 percent tariffs on films: তিনদিন আগে ভিনদেশি ওষুধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।”

Donald Trump: এবার ট্রাম্পের শুল্ক-নজর সিনেমায়, কী ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট?
এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
| Updated on: Sep 29, 2025 | 10:33 PM
Share

ওয়াশিংটন: শুল্ক নিয়ে ফের ‘ছেলেখেলা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি ঘোষণা করলেন, আমেরিকার বাইরে তৈরি হওয়া সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপাবেন। একইসঙ্গে তাঁর আরও হুঁশিয়ারি, আমেরিকায় তৈরি না হওয়া ফার্নিচারে শুল্ক বাড়াবেন। আমেরিকাকে পুনরায় মহান বানাতেই এই সিদ্ধান্ত বলে দাবি করলেন ট্রাম্প।

গত কয়েকমাসে শুল্ক নিয়ে একের পর এক ঘোষণা করেছেন ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের বক্তব্য, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অথচ, রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য ট্রাম্প আসার পর বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনদিন আগে ভিনদেশি ওষুধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।”

ট্রাম্পের এই ১০০ শতাংশ শুল্কের ঘোষণায় ভারতের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ ফার্মাসিউটিক্যাল পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। ভারত সবথেকে বেশি আমেরিকাতেই ওষুধ রফতানি করে। এই অবস্থায় চিন ভারতীয় ওষুধে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে একেবারে শূন্য করে দিয়েছে।

বিভিন্ন পণ্য, ভিনদেশি ওষুধে শুল্ক বাড়ানোর পর এবার ট্রাম্পের নজরে বিদেশি সিনেমা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, হলিউডের সিনেমা তৈরির ব্যবসা অন্য দেশগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। যেন শিশুর হাত থেকে চকোলেট নিয়ে নেওয়ার মতো। তাই, আমেরিকার বাইরে তৈরি হওয়া সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ট্রাম্প।

আর একটি পোস্টে তিনি লেখেন, “ফার্নিচার ব্যবসায় চিন ও অন্য দেশগুলির কাছে পুরোপুরি হেরে গিয়েছে উত্তর ক্যারোলিনা। ফলে উত্তর ক্যারোলিনাকে ফের মহান বানাতে যেসব দেশ আমেরিকায় ফার্নিচার বানাবে না, তাদের উপর যথেষ্ট শুল্ক চাপানো হবে।”