ভিডিয়ো: বৃষ্টিভেজা রাস্তায় ছিটকে গেল বাইক, সামনেই লরি, যুবকের বাঁচার বুদ্ধি দেখে হতভম্ব যমও

TV9 Bangla Digital

| Edited By: অরিজিৎ দে

Updated on: Jan 28, 2022 | 7:21 PM

Viral Video: একেই বলে কপাল! রাখে হরি, মারে কে! যাঁরা এই ভিডিয়োটি দেখবেন নিঃসন্দেহে তাদের অবাক হতেই হবে। আর যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তারা এই ভিডিয়ো দেখার পর ঈশ্বরকে ধন্যবাদ দেবেন অবশ্যই।

একেই বলে কপাল! রাখে হরি, মারে কে! যাঁরা এই ভিডিয়োটি দেখবেন নিঃসন্দেহে তাদের অবাক হতেই হবে। আর যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তারা এই ভিডিয়ো দেখার পর ঈশ্বরকে ধন্যবাদ দেবেন অবশ্যই। তবে এই রকম ঘটনা সচরাচর দেখা যায়না। ভাগ্যের ফেরে প্রাণে বেঁচে গেলেন বাইক আরোহী। গাড়ি থেকে তোলা এক ভিডিয়োতে দেখা গিয়েছে বৃষ্টিভেজা রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক বাইক আরোহী। হঠাৎ করে তাঁর বাইকের চাকা পিছলে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান। পিছন থেকে একটি বড় ট্রাক আসছিল, বাইকের আরোহী হয়তো সেই ট্রাকের তলায় চাপা পড়ে যেতে পারতেন। সাধারণভাবে এটা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বাইক থেকে পড়ে যাওযার পরই ধেয়ে আসা বিপদ আন্দাজ করে লাফ দিয়ে উঠে পরেন ওই ব্যক্তি এবং ট্রাকটিকে রীতিমতো ডজ় করে তিনি নিরাপদ দূরত্বে সরে আসেন এবং প্রাণে রক্ষা পান। মাত্র কয়েক সেকেন্ডের হেরফের, যমকে রীতিমতো ডজ় করে মৃত্যু জয় আরোহীর। দেখুন মালয়েশিয়ার রোমহর্ষক ভিডিয়ো।

আরও পড়ুন : New Coronavirus ‘NeoCOV’ : প্রতি ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু! ‘নিওকভ’ নিয়ে সতর্কবাণী উহানের বিজ্ঞানীদের

Published on: Jan 28, 2022 07:07 PM