Bangladesh News: সেনা ঢেকেছে বিমানবন্দর! রাতের অন্ধকারে কোথায় চললেন খালেদা জিয়া?
Bangladesh News: প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ঘিরে নিরাপত্তার ঢের। রক্ষাকবচে ঢেকে ফেলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।
ঢাকা: চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের বিএনপির চেয়ারপার্সন অধুনা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাড়ে সাত বছর পর দেখা করবেন ছেলে তারেক রহমানের সঙ্গে। তবে ছেলের বাসভবন নয়, খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডনের হাসপাতালে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিতে সোমবারই ঢাকা পৌঁছে গিয়েছে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স।
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ঘিরে নিরাপত্তার ঢের। রক্ষাকবচে ঢেকে ফেলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। এদিন রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। তবে কবে ফিরবেন এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হৃদরোগ, কিডনির সমস্যা-সহ একাধিক রোগের চিকিৎসা করাতেই দূর দেশে যাবেন তিনি, এমনটাই খবর।
উল্লেখ্য, শেখ হাসিনার আমলে প্রায়ই বিদেশে চিকিৎসার জন্য জামিনের আবেদন করতেন খালেদা জিয়া। কিন্তু দুর্নীতি মামলায় বরাবরই খারিজ হত সেই আবেদন। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পরই ‘নতুন সূর্য’ দেখেন খালেদা জিয়া। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন হতেই ৬ আগস্ট সেনাপ্রধানের পরামর্শে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রাক্তন প্রধানমন্ত্রী সাজা মকুবের কথা ঘোষণা করেন। সেই থেকে মুক্ত বিএনপি নেত্রী।
দুর্নীতির দু’টি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালে হাসিনার আমলে কারাবন্দি হন তিনি। মোট ১৭ বছর জেলের সাজা পান প্রাক্তন প্রধানমন্ত্রী। দু’বছর মতো সময় কাটে জেলেই। তারপর পরিবারের আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষ গৃহবন্দি সাজা পান তিনি। কিন্তু পালাবদল হতেই মেলে ‘মুক্তির বাতাস’। ইউনূস আমলে মুক্ত হন তিনি।