VIDEO: বিমান না লোকাল ট্রেন! জামা খুলে সহযাত্রীকে দেদার চড়, ঘুসি বাংলাদেশির
VIDEO: বিমানে জামা খুলে সহযাত্রীকে দেদার চড়, ঘুষি দিলেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঢাকা: বছরের শুরু থেকেই বিমানে একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। তা নিয়ে তুমুল চাঞ্চল্যও ছড়িয়েছে। এর মধ্যে অন্যতম হল নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে বৃদ্ধার গায়ে এক ব্যক্তির প্রস্রাবের ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্র জেল হেফাজতে রয়েছেন। এবার বাংলাদেশের বিমানের একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বিমান বাংলাদেশ বোয়িং ৭৭৭ উড়ানের ঘটনা। তবে এই উড়ানের রুট জানা যায়নি।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি খালি গায়ে বিমানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে দেখে মনে হয় ২০-র গণ্ডি পার করেছেন তিনি। বিমানের সামনের আসনে বসে থাকা যাত্রীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ওই যুবকের। তাঁদের ঝামেলা দেখে অনুমান করা যায়, আসন নিয়েই তাঁদের মধ্যে কোনও কারণে বচসা বেঁধেছে। প্রথমে তাঁকে সামনের আসনে বসে থাকা ব্যক্তির কাছ থেকে কিছু কেড়ে নিতে দেখা যায়। কিন্তু তাতে সফল না হওয়ায় রেগে যান তিনি। তারপর বসে থাকা ব্যক্তি তাঁকে চড় মারেন। তাতে বচসা আরও বেড়ে যায়। তাঁকে এই ভিডিয়োতে কাঁদতেও দেখা গিয়েছে।
Another “Unruly Passenger” ? This time on a Biman Bangladesh Boeing 777 flight!?♂️ pic.twitter.com/vnpfe0t2pz
— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) January 7, 2023
উড়ানের বাকি যাত্রীরা ওই যুবকে শান্ত করতে এগিয়ে আসলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি করতেও দেখা যায় ওই যুবককে। পিছনের আসনে বসে থাকা ব্য়ক্তিরাও তাঁকে শান্ত করতে প্রচেষ্টা করেন। হই হট্টগোলের খবর শুনে উড়ানের অ্য়াটেনডেন্টও সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যবহারকারী। আর সেখান থেকেই ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে। তবে এই ঘটনাটি কবে ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।