Worms-Rain: ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে কেঁচো, দেখুন ভিডিয়ো
কেঁচো বৃষ্টি কেন হল তার কারণ স্পষ্ট নয়।
বেজিং: ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে কাতারে কাতারে কেঁচো। না, এটা কোনও সিনেমা বা গল্প নয়। বাস্তবে এমনই ঘটনার সাক্ষী হল সি জিনপিংয়ের চিন। সেই কেঁচো-বৃষ্টির ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে ঠিক কি দেখা যাচ্ছে? ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই সাদা গাড়িটি পুরো খয়েরি রঙের কেঁচোর মতো ছোট ছোট পোকায় ভরে গিয়েছে। লোকজন কেঁচোর হাত থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে হাঁটছেন। এই ঘটনা অন্য কোনও জায়গা নয়, খোদ চিনের রাজধানী বেজিংয়ের।
WATCH ? China citizens told to find shelter after it looked like it started to rain worms pic.twitter.com/otVkuYDwlK
— Insider Paper (@TheInsiderPaper) March 10, 2023
যদিও কেঁচো বৃষ্টি কেন হল তার কারণ স্পষ্ট নয়। তবে বিজ্ঞানীদের জার্নাল মাদার নেচার নেটওয়ার্ক জানাচ্ছে, প্রবল বাতাসে ভেসে যাওয়ার পরে পাতলা প্রাণীগুলি কোথাও থেকে পড়ে যায়। এটা তেমনই একটি ঘটনা। নিউ ইয়র্ক পোস্টে জানানো আরও হয়েছে, “ঝড়ের পরে যখন পোকামাকড় ঘূর্ণিতে ধরা পড়ে তখন এই ধরণের ঘটনা ঘটতে থাকে।”
যদিও ভিডিয়োটি ভুয়ো বলে দাবি জানিয়েছেন চিনা সাংবাদিক শেন শিওয়। বেজিং শহরে সাম্প্রতিক সময়ে কোনো বৃষ্টিপাত হয়নি দাবি জানিয়ে তিনি বলেন, “আমি বেজিংয়ে আছি এবং এই ভিডিয়োটি ভুয়ো। বেজিংয়ে আজকাল বৃষ্টিপাত হয়নি।”