AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Group: আদানির সংস্থার বিরুদ্ধে আয়কর দফতরের পদক্ষেপ, ২৩ কোটির জরিমানা!

Income Tax Department: ২০১৫-১৬ ও ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য জন্য দুটি আলাদা জরিমানা করা হয়েছে আদানি গ্রুপের অধীনস্থ এই সংস্থাকে। আয়ের তথ্যে গরমিল করার অভিযোগেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Adani Group: আদানির সংস্থার বিরুদ্ধে আয়কর দফতরের পদক্ষেপ, ২৩ কোটির জরিমানা!
Image Credit: PTI
| Updated on: Oct 03, 2025 | 6:27 PM
Share

দেশের অন্যতম বড় সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা এসিসি সিমেন্টের উপর এবার জরিমানা করল আয়কর দফতর। ২০১৫-১৬ ও ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য জন্য দুটি আলাদা জরিমানা করা হয়েছে আদানি গ্রুপের অধীনস্থ এই সংস্থাকে। আয়ের তথ্যে গরমিল করার অভিযোগেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। আদানি গ্রুপের অধীনস্থ এসিসি সিমেন্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, এসিসি সিমেন্ট ২০২২ সাল থেকে আদানি গ্রুপের অধীনে রয়েছে। ফলত, এই জরিমানা যে ঘটনার কারণে ঘটেছে তা যখন ঘটে তখন এসিসি সিমেন্ট আদানি গোষ্ঠীর অধীনে ছিল না।

অভিযোগ, ২০১৫-১৬ অর্থবর্ষের এসিসি সিমেন্ট ‘আয়ের ভুল তথ্য’ জমা করেছিল আর সেই কারণে তাদের ১৪ কোটি ২২ লক্ষ টাকা জরিমানা করেছে আয়কর দফতর। এ ছাড়াও ২০১৮-১৯ অর্থবর্ষে ‘কম আয় রিপোর্ট’ করেছিল সংস্থা। আর সেই কারণেই এসিসি সিমেন্টকে ৮ কোটি ৮৫ লক্ষ টাকার জরিমানা করেছে আয়কর দফতর।

এদিন একটি রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে এসিসি জানিয়েছে তারা নির্ধারিত সময়সীমার মধ্যে আয়কর কমিশনারের কাছে আবেদন করবে ও এই দুই নির্দেশের বিরুদ্ধে লড়াই করবে। একই সঙ্গে এই জরিমানার উপর স্থগিতাদেশ চাইবে।

এসিসি আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই নির্দেশ বা জরিমানা, আদানী গ্রুপের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। এই জরিমানা আদানী গ্রুপের এসিসিকে অধিগ্রহণের আগের ঘটনা। আর সেই কারণেই এসিসি তাদের স্টকহোল্ডারদের আশ্বস্ত করেছে এই জরিমানা সংস্থার কোনও ধরনের আর্থিক কার্যকলাপের উপর কোনও প্রভাব ফেলবে না।

তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এসিসি সিমেন্ট ২১ হাজার ৭৬২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যার মধ্যে তারা সিমেন্ট বিক্রি করেছে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টন। অন্যদিকে, ৩ অক্টোবর দিনের শেষে এনএসইতে এসিসি সিমেন্টের শেয়ারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৭ টাকায়।