AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Bikes in India: কম বাজেটে দারুণ বাইক, দাম শুরু মাত্র ৬০ হাজার টাকা থেকে!

Affordable Bikes: নিত্যনৈমিত্তিক কষ্ট থেকে বাঁচতে অনেকেই বাইক বা স্কুটি কেনেন। আর ভারতে সবচেয়ে কম ৬০ হাজার টাকাতেও বাইক পাওয়া যায়।

Cheapest Bikes in India: কম বাজেটে দারুণ বাইক, দাম শুরু মাত্র ৬০ হাজার টাকা থেকে!
Image Credit: Getty Images
| Updated on: Jul 09, 2025 | 2:13 PM
Share

অফিস বা ব্যবসার কাজে, কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য মানুষ বাস বা ট্রেনের মতো গণপরিবহন ব্যবহার করে। কিন্তু ভারতের মতো ১৪০ কোটির দেশে প্রয়োজনের তুলনায় গণপরিবহন অনেকই কম। আর সেই কারণেই বাসে, ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করেন মানুষ। আর এই নিত্যনৈমিত্তিক কষ্ট থেকে বাঁচতেই অনেকেই বাইক বা স্কুটি কেনে। তাতেও আবার একসঙ্গে খানিকটা বাড়তি খরচই করতে হয়। কিন্তু ভারতে সবচেয়ে কম ৬০ হাজার টাকাতেও বাইক পাওয়া যায়।

হিরো প্লেজার

দামের বিচারে সবচেয়ে কমের দিক থেকে ৬ নম্বরে রয়েছে এই স্কুটি। আর এই তালিকায় একমাত্র স্কুটি হিসাবেও জায়গা করে নিয়েছে এই দ্বিচক্রযান। ১১০ সিসির ইঞ্জিন রয়েছে এই স্কুটিতে যার ক্ষমতা ৮ হর্স পাওয়ার। মাইলজও মন্দ নয়। ১ লিটার পেট্রোলে ৫০ কিলোমিটার চলতে পারে এই স্কুটার। কলকাতায় এই স্কুটারের অন রোড প্রাইস ৯০ হাজার ৫০০ টাকার আশেপাশে।

বাজাজ প্ল্যাটিনা ১০০

তালিকায় শেষ থেকে পাঁচ নম্বরে রয়েছে এই বাইক। এই বাইকের ১০২ সিসির ইঞ্জিন ৭২ কিলোমিটারের দারুণ মাইলেজ দেয়। এ ছাড়াও এই ইঞ্জিন ৭.৭৯ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন। আর কলকাতায় এই বাইকের দাম শুরু হয় ৮৩ হাজার ৮০০ টাকার আশেপাশ থেকেই।

টিভিএস স্পোর্ট

বাজেট আরও একটু কম হলে রয়েছে টিভিএস স্পোর্ট। ৮২ হাজার ৯০০ টাকার আশেপাশে দাম এই বাইকের। এই বাইকের ১০৯ সিসির ইঞ্জিন ৮.০৮ হর্স পাওয়ার উৎপন্ন করে। এ ছাড়াও এই বাইকের মাইলেজ চমকে দেওয়ার মতো। ১ লিটার তেলে প্রায় ৮০ কিলোমিটার চলতে পারে এই বাইক।

হন্ডা সাইন ১০০

হন্ডা সাইনের ৯৮ সিসির ইঞ্জিন উৎপন্ন করে ৭.২৮ হর্স পাওয়ার। এই বাইকের মাইলেজ ৭০ কিলোমিটার। কলকাতায় অন রোড প্রাইস ৮২ হাজার ৫০০ টাকার আশেপাশে।

হিরো এইচএফ ডিলাক্স

৭৬ হাজার ৬০০ টাকার আশেপাশে কলকাতায় পাওয়া যায় হিরোর এইচএফ ডিলাক্স। এই বাইকের ৯৭ সিসি ইঞ্জিন ৭.৯১ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন। এই বাইকের মাইলেজ প্রায় ৬৫ কিলোমিটার।

টিভিএস এক্সএল ১০০

তালিকার সবচেয়ে সস্তা বাইক হল টিভিএসের কেএল ১০০। দাম মাত্র ৬১ হাজার টাকা। ১০০ সিসির এই বাইক ৪.২৯ হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করে। আর এই বাইকে মাইলেজ পাওয়া যায় প্রায় ৫৫ কিলোমিটারের।