TCS-র পর Amazon-ও ঘোষণা করল বিপুল কর্মী ছাঁটাইয়ের, কতজনের চাকরি যাবে?
Layoff: অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন, নতুন যুগ এআই দ্বারাই পরিচালিত হবে। সকল কর্মী এই ট্রানজিশন বা পরিবর্তনে পাশ করতে পারবেন না, ফলে ছাঁটাই অবধারিত। যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার করতে পারবেন, তারাই টিকে থাকবেন।

ওয়াশিংটন: আবারও ছাঁটাই। ফের একবার বড় সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন (Amazon) সংস্থা। শোনা যাচ্ছে, একধাক্কায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হতে পারে। মূলত মানবসম্পদ বিভাগ বা হিউম্যান রিসোর্স (Human Resource) বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে।
একাধিক সূত্রে খবর, ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মধ্যে অধিকাংশই মানবসম্পদ বিভাগ থেকে করা হবে। পাশাপাশি অন্যান্য বিভাগেও কর্মী ছাঁটাই করা হবে। কয়েক মাস আগেই সংস্থার অন্দরে অল্প সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল। এবার সংস্থার খোলনচে বদলানোরই পরিকল্পনা করা হচ্ছে।
এই ছাঁটাইয়ের পিছনেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড অপারেশনই দায়ী। অ্যামাজন চলতি বছরে ১০০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে নেক্সট জেনারেশন ডেটা সেন্টার তৈরি করার জন্য। সংস্থার অভ্যন্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টের জন্য এই ডেটা সেন্টার ব্যবহার করা হবে।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন, নতুন যুগ এআই দ্বারাই পরিচালিত হবে। সকল কর্মী এই ট্রানজিশন বা পরিবর্তনে পাশ করতে পারবেন না, ফলে ছাঁটাই অবধারিত। যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার করতে পারবেন, তারাই টিকে থাকবেন।
প্রসঙ্গত, এর আগে ২০২২-২৩ সালের মধ্যে অ্যামাজন ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। সেই সময়ে যুক্তি দেওয়া হয়েছিল যে কোভিডকালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল, যা বর্তমানে আর প্রয়োজন নেই।
একদিকে যখন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হচ্ছে, সেখানেই আবার উৎসবের মরশুমের জন্য কর্মী নিয়োগেরও ঘোষণা করা হয়েছে। সামনে দিওয়ালি, খ্রিস্টমাসের জন্য ১ লক্ষ ৫০ হাজার কর্মী নিয়োগ করা হবে আমেরিকার ওয়ারহাউসে।
