AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artificial Intelligence: আইনি সমস্যা সমাধানে বাংলায় Chatbot, AI নিয়ে গরিব মানুষদের পাশে এবার বাংলার বিজ্ঞানী!

Bengali AI Chatbot: এই লিগ্যাল চ্যাটবটের মাধ্যমে মানুষ কোনও আইনি সমস্যার সমাধান জেনে যাবেন কয়েক মুহূর্তে। কোন ক্ষেত্রে কোন ধারায় মামলা করতে হবে বা এই ধরণের কোনও আইনি প্রশ্নের উত্তর মুহূর্তে জেনে যাবে যে কেউ।

Artificial Intelligence: আইনি সমস্যা সমাধানে বাংলায় Chatbot, AI নিয়ে গরিব মানুষদের পাশে এবার বাংলার বিজ্ঞানী!
Image Credit: Getty Images
| Updated on: Aug 26, 2025 | 4:12 PM
Share

গ্রামের সাধারণ মানুষের বেশিরভাগই কৃষক নাহএ শ্রমিক। আর তাঁরা কোনও আইনি সমস্যায় পড়লে বেশিরভাগ সময়ই আইনজীবীর দ্বারস্থ হতে পারেন না। এর একটা বড় কারণ হল আইনজীবীর দ্বারস্থ হতে অর্থের প্রয়োজন হয়। অন্যদিকে, গ্রামের মানুষদের হাতে প্রয়োজনের সময় বাড়তি টাকা থাকে না বললেই চলে।

এবার সেই সব গরীব, শ্রমজীবী মানুষের পাশে এক বঙ্গ সন্তান। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি যুগান্তকারী ‘লিগ্যাল চ্যাটবট’ তৈরি করে ফেলেছেন গ্রিন এআই-এর ডিরেক্টর বা ধীরুভাই আম্বানি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর প্রসেনজিৎ মজুমদার।

এই লিগ্যাল চ্যাটবটের মাধ্যমে মানুষ কোনও আইনি সমস্যার সমাধান জেনে যাবেন কয়েক মুহূর্তে। কোন ক্ষেত্রে কোন ধারায় মামলা করতে হবে বা এই ধরণের কোনও আইনি প্রশ্নের উত্তর মুহূর্তে জেনে যাবে যে কেউ।

বর্তমানে যে সব এআই টুল বা চ্যাটবট ব্যবহৃত হয়, তারা মূলত ইংরেজি ভাষা ব্যবহার করে। এ ছাড়াও এই চ্যাটবট ব্যবহারের খরচও অনেক বেশি। ফলে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন ও ইংরেজি জানেন, এমন মানুষই উপকৃত হন। আর সেই বিষয়েই বদল নিয়ে আসতে চাইছ গ্রিন এআই।