AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AtherStack Pro: এবার কথা বলবে আপনার Ather, দেখিয়ে দেবে রাস্তার খানাখন্দও!

Ather Energy, Software Update: এথারের নতুন সফটওয়্যার আপডেট শুধুমাত্র আপডেটের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনার স্কুটারকে আরও স্মার্ট, আরও ইন্টেলিজেন্ট করে তুলবে।

AtherStack Pro: এবার কথা বলবে আপনার Ather, দেখিয়ে দেবে রাস্তার খানাখন্দও!
| Updated on: Sep 01, 2025 | 1:10 PM
Share

অবশেষে বহু প্রতীক্ষিত সফটওয়্যার আপডেট পেল এথারের গ্রাহকরা। Ather Stack 7 লঞ্চ করেছে এথার। এই সফটওয়্যার আপডেট শুধুমাত্র আপডেটের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনার স্কুটারকে আরও স্মার্ট, আরও ইন্টেলিজেন্ট করে তুলবে। এবার এথারের স্কুটার কথা বলবে আপনার সঙ্গে।

নতুন এই আপডেটের মূল আকর্ষণ হল এর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ভারতীয় উচ্চারণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই এআই অ্যাসিস্টেন্ট। আপনি সহজ ভাষায় কথা বলে স্কুটারকে নির্দেশ দিতে পারবেন। এ ছাড়াও আপনি এথারের হেলো হেলমেট পরে থাকলে আপনাকে ভয়েস বার্তা দেবে আপনার এথার। কলকাতার চালকদের জন্য সবচেয়ে বড় খবর হল ‘পটহোল অ্যালার্ট’ ফিচার। এথার জানিয়েছে, তাদের অন্যান্য স্কুটার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, শহরের ভাঙা রাস্তা বা খানাখন্দের তথ্য আগ থেকেই আপনার ড্যাশবোর্ডে চলে আসবে।

নতুন এই সফটওয়্যারে মাধ্যমে একাধিক নিরাপত্তার ফিচারও নিয়ে এসেছে এথার। দুর্ঘটনা ঘটলে গাড়িতে থাকা জরুরি ফোন নম্বর নিজে থেকেই মেসেজ সহ লোকেশন চলে যাবে। এমনকি স্কুটারের ড্যাশবোর্ডেও আপনার জরুরি ফোন নম্বরটি দেখাতে থাকবে। যাতে কোনও সহ নাগরিক বা পুলিশ সেই নম্বরে ফোন করে আপনাকে সাহায্য করতে পারে। এ ছাড়াও স্কুটারে কেউ হাত দিলেই ‘LockSafe’ ফিচার আপনার ফোনে অ্যালার্ট করবে ও আপনি তখনই স্কুটারটি অচল করে দিতে পারবেন।

এথার জানিয়েছে, ওভার-দ্য-এয়ার আপডেটের মাধ্যমে এই সব ফিচার চলে আসবে আপনার গাড়িতে। তবে, আপনার যদি Ather Rizta Z বা Ather 450X-এর Gen 3-এর উপরের মডেল থাকে, তবেই আপনিও এই নতুন সুবিধাগুলি পাবেন। এই আপডেটের পর কলকাতার রাস্তায় স্কুটার চালানো নিঃসন্দেহে অনেকটা বেশি সুরক্ষিত ও স্মার্ট হয়ে উঠবে।