AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bad Habits: এই অভ্যাস থাকলে বড়লোক হতে পারবে না কেউই!

How To Be Rich: এমন কিছু বদ অভ্যাস রয়েছে যা একজন মানুষকে 'শেষ' করে দেওয়ার জন্য যথেষ্ট। কী কী সেই অভ্যেস জানেন?

Bad Habits: এই অভ্যাস থাকলে বড়লোক হতে পারবে না কেউই!
Image Credit: Yiu Yu Hoi/The Image Bank/Getty Images
| Updated on: Jul 18, 2025 | 11:49 AM
Share

বড়লোক হতে কে না চায়! কিন্তু এমন কিছু অভ্যাস রয়েছে, যে অভ্যাস কোনও মানুষের থাকলে তার পক্ষে বড়লোক হওয়া বেশ সমস্যার। আর এই বদ অভ্যাসগুলোর একটা থাকলেই তা একজন মানুষকে ‘শেষ’ করে দেওয়ার জন্য যথেষ্ট। কী সেই অভ্যেস জানেন?

প্রথমত, ‘করব’ মনে করা। আজ না করে সব কাজ আগামিকালের জন্য ফেলে রাখলে সেই কাজ কোনও দিনও শেষ হবে না। দ্বিতীয়ত, বছরের পর বছর একই চাকরি, অল্প বেতনে করে যাওয়া। যে কাজ করছেন, সেই কাজে কমফর্ট জোন এসে গেলেই সমস্যা। তাহলে আর নতুন কাজ করার খিদেও থাকে না। আর, জীবন থেকে উন্নতিও হারিয়ে যায়।

তৃতীয়ত, কে আপনাকে কী ভাবছে, তা নিয়ে নিজে ভাবতে থাকা। কে কী ভাবছে, সেই কথা যদি আপনি ভাবেন, তাহলে সেই লোকের তো ভাবার জন্য কিছু থাকবে না। চতুর্থত, কোনও ভুলে নিজের দোষ না খোঁজা। নিজের অবস্থার জন্য অন্যকে দোষ দেওয়া। পঞ্চমত, টাকা না জমিয়ে সেই তাকা উড়িয়ে বড়লোকি দেখানো। আর এই ফাঁদে পড়েই সর্বস্বান্ত হন অনেকেই।

ষষ্ঠত, প্রতিকূল পরিস্থিতিতে পদক্ষেপ না করে, পরিস্থিতি কবে অনুকূল হবে সেদিকে তাকিয়ে বসে থাকা। আর এমন হলে, অনেকেরই অপেক্ষা করে করেই জীবন কেটে যায়। সপ্তমত, কোনও সমস্যা সমাধান না করে, সেই সমস্যা সম্পর্কে অভিযোগ করা। অষ্টমত, অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা না করে, সেই পরিস্থিতি এড়িয়ে চলা।

নবম, প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা ভাঙা। অর্থাৎ, নিজের সিদ্ধান্তে অটল না থাকা। বা সামর্থের বাইরে প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে না পারা। দশম বা শেষতম, একবার ব্যর্থ হয় হাল ছেড়ে দেওয়া। কারণ, হাল ছেড়ে দিলে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে।