PM Kisan: অপেক্ষা শেষ, আগামিকালই লক্ষ্মীলাভ কৃষকদের

PM Kisan: সোমাবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে ১২ তম কিস্তির টাকা পাঠাবেন মোদী। এর জন্য প্রায় ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

PM Kisan: অপেক্ষা শেষ, আগামিকালই লক্ষ্মীলাভ কৃষকদের
গ্রাফিক্স সৌজন্যে : অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 7:05 PM

অপেক্ষার দিন শেষ। কথামতো দিওয়ালির আগেই লক্ষ্মীলাভ হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan Yojana) অধীনে সুবিধাভোগী কৃষকরা। পিএম কিষাণের ১২ তম কিস্তির ২ হাজার টাকা পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন সুবিধাভোগী কৃষকরা। তবে সেই দিন শেষ। আগামিকাল (সোমবার, অক্টোবর ১৭) সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিতে আগামিকাল ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে (Indian Agricultural Research Institute) দু’দিনের ‘পিএম কিষাণ সম্মান সম্মেলনের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ১২ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবেন মোদী। আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডের মধ্যে দিয়ে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এই কিস্তিতে মোট ১৬ হাজার কোটি টাকা খরচ করা হবে। গত ৩০ মে এই যোজনার অধীনে প্রায় ১০ কোটি কৃষক ১১ তম কিস্তির ২ হাজার টাকা পেয়েছিলেন। পিএম কিষাণের অধীনে চার মাস অন্তর অন্তর সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার টাকা করে পাঠানো হয়।

এদিকে পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীদের জন্য e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। যারা সরকারের নির্ধারিত সময়ের মধ্যে e-KYC করেননি তাঁদের এই যোজনার টাকা পেতে নাও পারেন। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার আওতায় দেশের সকল কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কৃষি ও কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা পরিচালিত হয়।