Nirmala Sitharaman: ‘টাকার দাম পড়ছে না, ডলার শক্তিশালী হচ্ছে,’ বললেন সীতারমন
Nirmala Sitharaman: ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, টাকার দাম পড়ছে না, ডলার শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, টাকার দামে পতন রোখার জন্য নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টাও করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
ওয়াশিংটন: দিন দিন রেকর্ড পতন হচ্ছে ভারতীয় মুদ্রার। তবে এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যুক্তি, টাকার দামে পতন হচ্ছে না। বরং ডলার উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন নিয়ে এমনটাই বললেন নির্মলা সীতারমন। তিনি আরও বলেছেন, টাকার দামে পতন রোখার জন্য নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টাও করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
আমেরিকা সফরে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার ওয়াশিংটনে একটি সাংবাদিক বৈঠকে টাকার দামের পতন নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সংবাদ সংস্থা এএনআই-র করা প্রশ্নের জবাব তিনি বলেন,’প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে ডলার। সুতরাং স্বভাবতই অন্যান্য দেশের মুদ্রা ডলারের ক্রমশ শক্তিশালী হওয়ার বিপরীতে কাজ করছে। আমার মনে হয় বাজারের অন্যান্য মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা ভাল অবস্থায় রয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, তবে ভারতীয় মুদ্রার যাতে বেশি পতন না হয় সেই জন্য কাজ করে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তিনি বলেছেন, ‘বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় তার জন্য আরবিআর প্রয়াস নিয়েছে। অস্থিরতা কমানোর জন্য আরবিআই পদক্ষেপ করবে। আমি আগেই বলেছি ভারতীয় মুদ্রা তার নিজের মাত্রা খুঁজে পাবে।’
#WATCH | USA: Finance Minister Nirmala Sitharam responds to ANI question on the value of Indian Rupee dropping against the Dollar as geo-political tensions continue to rise, on measures being taken to tackle the slide pic.twitter.com/cOF33lSbAT
— ANI (@ANI) October 16, 2022
প্রসঙ্গত, এই সপ্তাহে সোমবার বাজার খোলার পরই এক মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম হয়েছিল ৮২.৬৮ টাকা। যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। গত সপ্তাহেই ডলারের নিরিখে মুদ্রার দামে পতনের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ডের সাক্ষী থেকেছে গোটা দেশ। এদিকে বাজারের পতন ও মার্কিন ফেডারেল রিজার্ভের কড়া নিয়মের জন্যই এমনটা হচ্ছে বলে মত আর্থিক বিশেষজ্ঞদের। তবে এই পরিস্থিতির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ক্রমশ চাপ বাড়ছে।