Amul Milk: গুজরাট বাদে দেশের সব রাজ্যে দাম বাড়ল Amul দুধের
Amul Milk: গুজরাট ছাড়া দেশের সব রাজ্যে দাম বাড়ল আমূল দুধের। আমূলের ফুল ক্রিম দুধের লিটার প্রতি দাম বেড়েছে ২ টাকা করে।
উৎসবের মরশুমে মাথায় হাত সাধারণ জনতার। দাম বাড়ল আমূল দুধের। শনিবার দাম বৃদ্ধির ঘোষণা করেছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (Gujarat Cooperative Milk Marketing Federation)। এই নিয়ে এক বছরে তিনবার দুধের দাম বৃদ্ধি করল আমূল। এর আগে অগাস্ট ও মার্চ মাসেও দুধের দাম বাড়িয়েছিল এই সংস্থা।
কোন আমূল দুধের দাম বেড়েছে কতটা?
সংবাদ সংস্থা এএনআই-র প্রতিবেদন অনুযায়ী, প্রতি লিটার ফুল ক্রিম দুধের দাম বাড়ানো হয়েছে ২ টাকা। আর আমূলের ফুল ক্রিম প্রতি লিটার দুধের দাম ৬১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৩ টাকা। প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে আমূল গোল্ড ও বাফেলো দুধেরও। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরএস সোধি বলেছেন,’গুজরাট ছাড়া দেশের সব রাজ্যে ফুল ক্রিম দুধ ও বাফেলো দুধের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছে আমূল। গুজরাটে দাম বাড়েনি এই দুধের।’
প্রসঙ্গত, অগাস্টেও আমূল প্রতি লিটার দুধের দাম বাড়িয়েছিল ২ টাকা। সেই সময় দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। প্রতি লিটার মাদার ডেয়ারি দুধের দাম বেড়েছিল ২ টাকা। সেই সময় ৫০০ মিলিলিটার আমূল গোল্ডের দাম বেড়ে হয়েছিল ৩১ টাকা। ৫০০ মিলি আমূল তাজার দাম বেড়ে হয়েছিল ২৫ টাকা আর ৫০০ মিলি আমূল শক্তির দাম বেড়ে হয়েছিল ২৮ টাকা। প্রসঙ্গত, গত সপ্তাহে অমিত শাহ বলেছিলেন, মাল্টি-স্টেট কোঅপারেটিভ সোসাইটি (MSCS) তৈরি করতে আমূল আরও পাঁচটি কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে মিশে যাবে।