Gold Price Today : ধনতেরাসের আগে সোনার দামে বড় চমক, শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
Gold Price Today : শনিবার অনেকটা হারে দাম কমেছে সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম কমেছে ৫৫০ টাকা।
কলকাতা: সামনেই বিয়ের মরশুম। সোনার গয়না কেনার হিড়িক তো পরে যাবেই। তাছাড়া তার আগেও রয়েছে ধনতেরাস। আর সেই উপলক্ষ্যে অনেকেই ঘরে অল্প হলেও সোনা নিয়ে আসেন। তাই ধনতেরাসের আগে সোনা-রুপোর দামে থাকে ক্রেতাদের নজর। আর এই আবহে সুখবর, দাম কমেছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৬০০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে এদিন অনেকটা দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২ হাজার টাকা।
শনিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৯৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬২,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৩২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৪০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৪,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৩০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
শনিবার অনেকটা হারে সোনা-রুপোর দাম কমেছে। গত ১৫ দিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। দাম কমেছে রুপোরও। স্বাভাবিকভাবেই ধনতেরাসের আগে সোনা-রুপোর দাম কমায় মুখে হাসি ক্রেতাদের।
বিশ্ব বাজারে কমছে সোনার দাম। তার প্রভাবে দেশীয় সোনার বাজারে হলুদ ধাতুর দামে পতন দেখা গিয়েছে। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৪৪.৪৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬১৮.০৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩.১৫ টাকা। আর দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে রয়েছে ৯৭.৫০ টাকা।