Best Credit Card For You: এই ক্রেডিট কার্ড থাকলে কেনাকাটা করলে টাকা পাবেন আপনিই!
HDFC Bank, Axis Bank, ICICI bank, SBI: ইতিমধ্যেই দেশের একাধিক ই-কমার্স সাইটে শুরু হয়েছে দারুণ সেল। মোটামুটি ডিসেম্বরের শেষ পর্যন্ত চলতে থাকে এই ধরনের সেলগুলো। আর সেই সেলেই মানুষ ফোন বা টিভির মতো একাধিক প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস কেনে। আর সেখানেই আপনার কাজে লাগতে পারে এই সব ক্রেডিট কার্ড।

দুর্গাপুজোর আগে থেকেই ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো ই-কমার্স ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে দারুণ সেল। একাধিক প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস এই সেলে বিক্রি হয় দারুণ ছাড়ে। আবার এই সময় একাধিক ক্রেডিট কার্ড সংস্থাও ক্রেডিট কার্ডে নিয়ে আসে আকর্ষনীয় অফারও। কিন্তু কোন কার্ডে কিনলে সবচেয়ে বেশি লাভ হবে আপনার, জানেন?
অনলাইনের সেরা কার্ড
SBI Cashback Card: যে কোনও অনলাইন খরচে এই কার্ডে আপনি পাবেন ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক। এ ছাড়াও এই কার্ড ব্যবহার করে দারুণ কিছু অফার ব্যবহার করতে পারেন আপনি।
Amazon Pay ICICI Card: আপনার অ্যামাজন প্রাইম থাকলে ও অ্যামাজন থেকে কেনাকাটা করলে এই কার্ডে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক। আর প্রাইম না থাকলে মিলবে ৩ শতাংশ ক্যাশব্যাক।
Flipkart Axis Bank Card: ফ্লিপকার্ট ও Myntra-তে এই কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়। যদিও অফারের সময় এই ছাড়ের পরিমাণ দাঁড়াতে পারে ৭.৫ শতাংশেও।
HDFC Swiggy Credit Card: এই কার্ড থাকলে আপনি স্যুইগি ওয়ান সাবস্ক্রিপশন ৩ মাসের জন্য ফ্রি পাবেন। তারপর এই সাবস্ক্রিপশন থাকলে এই কার্ডের থ্রুতে একাধিক অফার পাবেন আপনি। স্যুইগি সহ একাধিক প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার ক্ষেত্রে পেতে পারেন ৫ থেকে ১০ শতাংশ ফ্ল্যাট ছাড়। এ ছাড়াও নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি বিল হলে ফ্রি হবে ডেলিভারি চার্জও।
ভাউচার ও ইউটিলিটির কার্ড
HDFC Millennia কার্ডে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে ৫ শতাংশ ক্যাশব্যাক ভাউচার দেয়। আবার, ICICI HPCL Super Saver কার্ডটি আপনার গ্রোসারি ও ইউটিলিটি বিলের উপর ৫ শতাংশের ভ্যালু ব্যাক দেয়।
অফলাইন সেভিংস কোথায়?
আবার আপনি যদি রেস্তোরাঁয় খেতে যান বা কোনও ইলেকট্রনিক্স স্টোরে কেনাকাটা করতে যান, তাহলে Axis Bank ACE কার্ড ব্যবহার করতে পারেন আপনি। এই কার্ডের মাধ্যমে সুইগি বা জোম্যাটোতে মেলে ৫ শতাংশ ক্যাশব্যাক। RBL ব্যাঙ্কের কার্ডগুলিতে গয়নার দোকানে বা ইলেকট্রনিক্স পণ্যের স্টোরে সরাসরি ডিসকাউন্ট মেলে।
তবে, বেশিরভাগ অফারের জন্যই কিন্তু ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ করতেই হবে। তবে, এই উৎসবের মরশুমে যদি কেনাকাটা করতেই হয় তাহলে কোন কার্ডে কত ছাড় মিলছে, তা জেনে নিয়ে কেনাকাটা করতে গেলেই মিটে যায় সব সমস্যা।
