AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN Card-এ এই ভুল থাকলেই সর্বনাশ! কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা হবে…

PAN Card Update: যদি প্যান কার্ডের কোনও তথ্য ভুল থাকে, যেমন নামের বানান ভুল, জন্মতারিখ ভুল, তবে তা দ্রুত সংশোধন করা উচিত, নাহলে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে।

PAN Card-এ এই ভুল থাকলেই সর্বনাশ! কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা হবে...
ফাইল চিত্র।
| Updated on: Aug 25, 2025 | 12:24 PM
Share

নয়া দিল্লি: আয়কর জমা দেওয়া হোক বা ব্যাঙ্কিং, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়, প্যান কার্ড অত্যন্ত জরুরি। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাও বাধ্যতামূলক করেছে সরকার। তবে এখনও অনেকেই রয়েছেন, যারা এই কাজ করেননি। প্যান কার্ড সংক্রান্ত নির্দেশিকাতেও বিশেষ গুরুত্ব দেন না। যদি এই ভুল করে থাকেন, তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা হতে পারে। আর্থিক সমস্যা এবং আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে পারেন।

আয়কর বিভাগ প্যান কার্ডের মাধ্যমেই যাবতীয় লেনদেনের উপরে নজর রাখে। যদি কোনও ব্যক্তির কাছে সজ্ঞানে বা ভুলবশত দুটি প্যান কার্ড থাকে কিংবা দুটি প্যান কার্ড তৈরি করেন, তাহলে কিন্তু চরম সমস্যায় পড়তে হতে পারে। আয়কর আইনের ২৭২বি ধারায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই যদি কারোর কাছে একের বেশি প্যান কার্ড থাকে, তবে তা অবশ্যই আয়কর বিভাগের কাছে জমা দেওয়া উচিত আইনি জটিলতা ও জরিমানা এড়াতে।

যদি আপনি প্যান কার্ড হারিয়ে ফেলেন, তাহলে কী করবেন?

যদি প্যান কার্ড হারিয়ে বা চুরি হয়ে যায়, তবে নতুন প্যান কার্ড তৈরি করতে হবে। তবে তার আগে পুলিশে রিপোর্ট করা দরকার। নাহলে আপনার প্যান কার্ড দিয়ে অবৈধ লেনদেন বা প্রতারণা হতে পারে।

  • প্যান কার্ড হারালে প্রথমে পুলিশে রিপোর্ট করুন।
  • এরপর ব্যাঙ্ক ও আয়কর বিভাগেও জানান।
  • এর পরে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী প্যান সার্ভিস সেন্টারে গিয়ে।

যদি ভুল প্য়ান নম্বর দেন, তাহলেও বড় সমস্যায় পড়তে পারেন। যদি ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে বা অন্য কোনও লেনদেনের সময় ভুল প্যান নম্বর দেন, তাহলেও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

যদি প্যান কার্ডের কোনও তথ্য ভুল থাকে, যেমন নামের বানান ভুল, জন্মতারিখ ভুল, তবে তা দ্রুত সংশোধন করা উচিত, নাহলে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে।