Big Billion Days: অবিশ্বাস্য দামে Google Pixel, ফোন কেনার এটাই সেরা সুযোগ?
Google Pixel 9: শুধু কি পুরনো ফোনের দাম কমবে? লেটেস্ট গুগল পিক্সেল ১০-এর দামও কমছে। ৭৯ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ হওয়া গুগল পিক্সেল ১০ সেলে পাওয়া যাবে ৬৭ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলটি ১ লক্ষ ০৯ হাজার ৯৯৯ টাকায় কেনার সুযোগ থাকবে।

বছরের সবচেয়ে বড় সেলের জন্য তৈরি অনলাইন বিপনন সংস্থা ফ্লিপকার্ট। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের সেল। আর এই সেলে স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। এর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় অফার থাকছে গুগল পিক্সেল ফোনের উপর।
আপনি যদি গুগল পিক্সেল ফোন কেনার কথা ভাবেন, তবে হয়তো এটাই সেরা সুযোগ। ফ্লিপকার্ট জানিয়েছে, গুগল পিক্সেল ৯ পাওয়া যাবে মাত্র ৩৪ হাজার ৯৯৯ টাকায়! গত বছর এই ফোনটি লঞ্চ হয়েছিল ৭৯ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ এই ফোনের উপর থাকছে প্রায় ৪৫ হাজার টাকার ছাড়। শুধু তাই নয়, দাম কমছে গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলটিরও। ১ লক্ষ ৩৯ হাজার ৯৯৯ টাকার ফোনটি এই সেলে আপনি কিনতে পারবেন মাত্র ৮৪ হাজার ৯৯৯ টাকায়।
শুধু কি পুরনো ফোনের দাম কমবে? লেটেস্ট গুগল পিক্সেল ১০-এর দামও কমছে। ৭৯ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ হওয়া গুগল পিক্সেল ১০ সেলে পাওয়া যাবে ৬৭ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলটি ১ লক্ষ ০৯ হাজার ৯৯৯ টাকায় কেনার সুযোগ থাকবে।
পাবেন আরও বেশি ছাড়?
সরাসরি ডিসকাউন্ট ছাড়াও পাবেন অতিরিক্ত ছাড়ের সুযোগও। আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে খরচ আরও কিছুটা কম হবে। এছাড়াও পাবেন নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার ও সুপার কয়েন রিডিম করার সুবিধাও।
গুগল ছাড়াও অ্যাপল, স্যামসাং এবং মোটোরোলার মতো বড় ব্র্যান্ডগুলির ফোনেও এই সেলে মিলবে বিরাট ছাড়। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের জন্য সেল শুরু হবে আগের দিন, অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে। বাকিরা কেনাকাটা করতে পারবেন ২৩ সেপ্টেম্বর থেকে।
