Railways: ট্রেনে সফরের সময় পকেটে রাখুন Aadhaar Card, নাহলেই TTE ধরবে…কেন জানুন
Railways: একদিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে আধার ই-অথেন্টিকেশন করা হবে। এবার ট্রেনে সফরের সময়ও যাত্রীদের আধার কার্ড যাচাই করে দেখা হবে।

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় এবার সঙ্গে রাখতে হবে আধার কার্ড। নাহলেই ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন টিটিই। যাত্রীদের কথা মাথায় রেখেই বড় এক পদক্ষেপ করছে রেলওয়ে।
শুধু ট্রেনের সংখ্যা বাড়ানো বা দ্রুতগতির ট্রেন চালুই নয়, যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করছে ভারতীয় রেলওয়ে। একদিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে আধার ই-অথেন্টিকেশন করা হবে। এবার ট্রেনে সফরের সময়ও যাত্রীদের আধার কার্ড যাচাই করে দেখা হবে।
অনেক সময়ই ট্রেনে ভুয়ো যাত্রীরা সফর করে। তাদের ধরতেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রেলওয়ে। এবার টিটিই-রা যাত্রীদের টিকিট চেক করার সময় আধার কার্ড যাচাইও করবেন। রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে, সকল টিটিই-কে ‘এম আধার অ্যাপ’ দেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে তারা আধার কার্ড পরীক্ষা করতে পারবেন।
এম আধার অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে, আধার নম্বর, নাম, জন্মতারিখ, ঠিকানা- যাবতীয় তথ্য চলে আসবে। এটি অফলাইন মোডেও কাজ করে। এটি মূলত আধার কার্ডের জালিয়াতি ও অপব্যবহার রোধ করতে ব্যবহার করা হয়। আধার কার্ডের তথ্যের সঙ্গে টিকিটে থাকা নাম, পরিচয় মিলিয়ে দেখা হবে।
যদি টিটিই মনে করেন যে যাত্রীর দেওয়া আধার কার্ডটি জাল, তাহলে তিনি সেই যাত্রীকে সঙ্গে সঙ্গে জিআরপির হাতে তুলে দেবেন।

