Bolero is Back: নতুন রূপে ফিরল মাসকুলার এসইউভি, ‘নেতা-মন্ত্রীর গাড়ি’র দাম শুরু ৮ লক্ষের কম থেকে!
Bolero, SUV: গ্রামের ভাঙাচোরা রাস্তা থেকে শহরের ঝকঝকে রাস্তা, তাও আজকাল শহরের রাস্তাতেও খানাখন্দ থাকে। সব ক্ষেত্রেই বোলেরো এগিয়ে চলে রাজার মতো। আর সেই সব পাশ কাটিয়ে চলার ক্ষমতাকেই মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন মডেল।

২৫ বছরের বেশি সময় ধরে ভারতের গাড়ির মার্কেটে বলা যায় রাজ করে চলেছে মাহিন্দ্রা বোলেরো। দেশে এই গাড়িই মনে হয় সবচেয়ে বেশি বিক্রি হয়ছে। আর এবার সেই গাড়ির নয়া রূপ প্রকাশ করল মাহিন্দ্রা। একসঙ্গে লঞ্চ হল ২০২৫ বোলেরো ও ২০২৫ বোলেরো নিও-র ফেসলিফট। ডিজাইন, ফিচার্স ও আগের মতোই দারুণ পার্ফরম্যান্স নিয়ে আসছে এই গাড়ি।
গ্রামের ভাঙাচোরা রাস্তা থেকে শহরের ঝকঝকে রাস্তা, তাও আজকাল শহরের রাস্তাতেও খানাখন্দ থাকে। সব ক্ষেত্রেই বোলেরো এগিয়ে চলে রাজার মতো। আর সেই সব পাশ কাটিয়ে চলার ক্ষমতাকেই মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন মডেল। নয়া বোলেরোতে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন গ্রিল ও দারুণ সাসপেনশন। নয়া এই বোলেরোর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে৭ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে। এখনও পর্যন্ত এই এসইউভির বিক্রি ছুঁয়েছে প্রায় ১৭ লক্ষ ইউনিট।
অন্যদিকে, বোলেরো নিও মডেলেও নিয়ে য়াসা হয়েছে বড়সড় বদল। এতে রয়েছে ৯-ইঞ্চির বড় টাচস্ক্রিন, নতুন ডিজাইনের অ্যালয় হুইল ও আগের চেয়েও আরামদায়ক সিট। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে ৮ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে। দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে মাহিন্দ্রার নতুন ‘RideFlo’ সাসপেনশন, যা কি না খারাপ রাস্তাতেও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।
গ্রাম থেকে শহর বা হাইওয়ে থেকে কাঁচা রাস্তা, দেশের যে কোনও রাস্তায় বোলেরো আজকের দিনে একটা ভরসার নাম। এই গাড়ির শক্তপোক্ত গঠন আর রক্ষণাবেক্ষণের কম খরচ একে সবার প্রিয় করে তুলেছে। নতুন মডেলে আধুনিক ফিচার যোগ হওয়ায় তরুণ প্রজন্মও এই গাড়ির প্রতি আগ্রহ দেখাবে বলেই মনে করা হচ্ছে।
এত বদলের মধ্যেও বোলেরোর ইঞ্জিনে কোনও বিরাট বদল আনা হয়নি। পুরোনো mHawk ডিজেল ইঞ্জিনেই আপাতত চলবে এই বোলেরো। নতুন আর এবং ডিজাইনের সঙ্গে বোলেরো ও বোলেরো নিও তাদের ২৫ বছরের যাত্রাকে আরও দীর্ঘ করে তুলবে, এমনটাই আশা রাখছে মাহিন্দ্রা।
