AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

British Army, Royal Enfield Himalayan: ব্রিটিশ সেনাবাহিনীর ভরসা এবার ভারতীয় হিমালয়ান?

Royal Enfield Himalayan 450: কিন্তু এখন হিমালয়ান ৪৫০-ই কেন? এর প্রধান কারণ হল এই বাইকের অফরোডিং ক্ষমতা। বাইকটিতে রয়েছে ৪৫২ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন। যে ইঞ্জিন সর্বোচ্চ ৩৯ হর্সপাওয়ার ও ৪০ নিউটন মিটার টর্ক তৈরি করে।

British Army, Royal Enfield Himalayan: ব্রিটিশ সেনাবাহিনীর ভরসা এবার ভারতীয় হিমালয়ান?
Image Credit: Getty Images
| Updated on: Sep 21, 2025 | 6:12 PM
Share

ব্রিটিশ সেনাবাহিনী এবার ভারতীয় সংস্থা রয়্যাল এনফিল্ডের দ্বারস্থ। রয়্যাল এনফিল্ডের সঙ্গে নতুন এক চুক্তি হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর। এই সংস্থার UK শাখা প্রশিক্ষণের জন্য ব্রিটিশ সেনাবাহিনীর হাতে তুলে দিল চারটি হিমালয়ান ৪৫০ মোটরসাইকেল। এই ঘটনা একশো বছরেরও বেশি পুরনো সম্পর্কের এক নতুন অধ্যায়।

যদিও রয়্যাল এনফিল্ডের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর এই সম্পর্ক কিন্তু আজকের নয়। এই সম্পর্কের শুরু হয়েছিল ১৯১৪ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ফ্লাইং ফ্লি’-এর মতো আইকনিক মডেল ব্যবহার করে ব্রিটিশ সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছিল রয়্যাল এনফিল্ডের উপর তাদের আস্থা।

কিন্তু এখন হিমালয়ান ৪৫০-ই কেন? এর প্রধান কারণ হল এই বাইকের অফরোডিং ক্ষমতা। বাইকটিতে রয়েছে ৪৫২ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন। যে ইঞ্জিন সর্বোচ্চ ৩৯ হর্সপাওয়ার ও ৪০ নিউটন মিটার টর্ক তৈরি করে। এ ছাড়াও এই বাইকের সামনে ও পিছনে রয়েছে ২০০ মিমি ট্র্যাভেল সাসপেনশন।

ইতিমধ্যে গত ১০ সেপ্টেম্বর থ্রাক্সটন সার্কিটে ‘আর্মি মোটরস্পোর্ট ডে’-তে এই বাইক ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ আর্মি মোটরিসড অ্যাডভেঞ্চার (AMA) গ্রুপ এই বাইকটিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে। এই চুক্তি শুধুমাত্র একটি বাণিজ্যিক বোঝাপড়া নয়, বরং ভারতীয় প্রযুক্তির বিশ্বমানের স্বীকৃতির এক নতুন মাইলফলক।